কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।
নিজে অনেক বার জানিয়েছেন যে তাঁর আদর্শ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই রোনাল্ডোর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে সই করেছেন কিলিয়ান এমবাপে। আগামী মরসুমে রিয়ালের হয়ে খেলবেন তিনি। সেখানে রোনাল্ডোকেই অনুসরণ করবেন এমবাপে। তাঁর জন্য বিশেষ ফিটনেস পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
স্পেনের সংবাদপত্র ডিয়ারো এএস একটি রিপোর্টে জানিয়েছে, রিয়ালের ফিটনেস বিশেষজ্ঞ আন্তোনিয়ো পিন্তাস রোনাল্ডোর ধাঁচের ফিটনেস পরিকল্পনা তৈরি করছেন এমবাপের জন্য। অর্থাৎ, রিয়ালে থাকাকালীন রোনাল্ডো যে রকম ফিটনেস পরিকল্পনা মেনে চলতেন, এমবাপে এলে সেই পরিকল্পনা অনুযায়ী চলতে হবে তাঁকে।
রোনাল্ডোর ফিটনেস দেখে অনুপ্রাণিত হন অনেকে। ফিটনেস তাঁকে সর্বোচ্চ পর্যায়ে সফল হতে সাহায্য করেছে। এমবাপেও যথেষ্ট ফিট। তাঁর গতি ভয় ধরায় প্রতিপক্ষের বক্সে। এখনকার ফুটবলারদের মধ্যে তাঁকে সবচেয়ে গতিশীল ফুটবলার বলা হয়। সেই এমবাপের ফিটনেস আরও বাড়ানোর পরিকল্পনা করেছে রিয়াল।
বেশ কয়েক বছর ধরেই রিয়ালে খেলার স্বপ্ন দেখছিলেন এমবাপে। কিন্তু প্যারিস সঁ জরমঁ ছাড়তে পারছিলেন না তিনি। গত মরসুমের পরে তিনি ঠিক করে নেন যে আর রিয়ালে খেলবেন না। এমবাপে যোগ দেওয়ায় শক্তি আরও বেড়েছে কার্লো আনচেলোত্তির দলের। জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়রের পাশে দেখা যাবে ফরাসি তারকাকেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy