বিশ্বকাপে লড়াই এখন প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার। ছবি: রয়টার্স
ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই শেষের মুখে। ইতিমধ্যেই গ্রুপ এ থেকে নেদারল্যান্ডস, সেনেগাল এবং গ্রুপ বি থেকে ইংল্যান্ড, আমেরিকা পৌঁছে গিয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালে। এই চার দলের যোগ্যতা অর্জন করতে পয়েন্টের বিচারই যথেষ্ট ছিল। কিন্তু আগামী ম্যাচগুলিতে এমনটা না-ও হতে পারে। দুই দলের পয়েন্ট সমান হতেই পারে। সে ক্ষেত্রে দেখা হবে গোলপার্থক্য। কিন্তু সেটাও যদি সমান হয় তা হলে কী হবে? জেনে নেওয়া যাক ফিফার নিয়ম।
গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সেই ম্যাচগুলি শেষে দু’টি করে দল যাবে নক আউট পর্বে। যদি গ্রুপ পর্বের ম্যাচে কোনও দলের পয়েন্ট সমান হয়, তা হলে গোলপার্থক্যে এগিয়ে থাকা দল যাবে পরের পর্বে। সেটাও যদি সমান হয় তা হলে যে দল বেশি গোল করেছে সেই দল যাবে পরের পর্বে। যদি তা-ও সমান হয়, তা হলে যে দুই দলের গ্রুপ পর্বের ম্যাচের পরিসংখ্যান দেখা হবে। তাতেও যদি পয়েন্ট এবং গোল সমান হয় তা হলে দেখা হবে কোন দল বেশি নিয়ম মেনে ফুটবল খেলেছে।
কী ভাবে বিচার হবে কোন দল নিয়ম মেনেছে? যে দল কম কার্ড দেখেছে, সেই দল যাবে পরের রাউন্ডে। নিয়ম বলছে একটি হলুদ কার্ডের অর্থ এক পয়েন্ট কাটা হবে। এক ম্যাচে দু’টি হলুদ কার্ড (লাল কার্ড হয়ে যাবে) দেখলে বাদ যাবে তিন পয়েন্ট। সরাসরি লাল কার্ড দেখলে কাটা যাবে চার পয়েন্ট। একটি ম্যাচে প্রথমে হলুদ কার্ড এবং তার পর সরাসরি লাল কার্ড দেখলে কাটা যাবে পাঁচ পয়েন্ট। এর পর যে দলের পয়েন্ট বেশি হবে সে যাবে পরের পর্বে। কিন্তু সেটাও যদি সমান হয়? সে ক্ষেত্রে ফিফার ক্রমতালিকায় যে দল এগিয়ে রয়েছে, সেই দল যাবে নক আউট পর্বে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy