শেষ বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামবেন লিয়োনেল মেসি। কবে খেলবেন তিনি? —ফাইল চিত্র
বিশ্বকাপের সেমিফাইনালের চারটি দল নিশ্চিত হয়ে গিয়েছে। তারা হল ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, মরক্কো ও ফ্রান্স। সেমিফাইনালে কে, কোন দলের বিপক্ষে খেলবে? কবে, কোথায় হবে সেই খেলা?
প্রথম সেমিফাইনালে মুখোমুখি ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়েছে ক্রোয়েশিয়া। প্রথম ৯০ মিনিটে গোল করতে পারেনি কোনও দল। অতিরিক্ত সময়ে ১-১ শেষ হয় খেলা। ফলে টাইব্রেকারে হয় ফয়সালা। সেখানে ৪-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। অন্য দিকে নেদারল্যান্ডসকেও টাইব্রেকারে হারিয়েছে আর্জেন্টিনা। ৯০ মিনিটে ২-২ ড্র হয় খেলা। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-৩ ব্যবধানে জেতেন লিয়োনেল মেসিরা।
আগামী মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে খেলতে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। কাতারের লুসাইল স্টেডিয়ামে হবে খেলা। এই স্টেডিয়ামেই বিশ্বকাপের ফাইনাল হবে।
অন্য দিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি মরক্কো ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়েছে মরক্কো। ১-০ গোলে জিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দিয়েছে তারা। ফ্রান্স হারিয়েছে ইংল্যান্ডকে। ২-১ গোলে ম্যাচ জিতেছে তারা।
আগামী বুধবার, ১৪ ডিসেম্বর, ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে মরক্কো ও ফ্রান্স খেলতে নামবে। কাতারের আল বায়েত স্টেডিয়ামে হবে সেই খেলা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy