ফুটবল বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতিপক্ষ ঘানা। এ বারের বিশ্বকাপেই হয়তো শেষ বার খেলছেন রোনাল্ডো। তাই এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার চেষ্টা করবেন তিনি।
-
খেলা শেষ: পর্তুগাল জিতে গেল ৩-২ ব্যবধানে।
-
৯৬ মিনিট: ৯ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী বেশি সময় দেওয়া হচ্ছে এ বার।
-
৮৮ মিনিট: আরও এক গোল শোধ দিল ঘানা। পর্তুগালের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে গোল করে গেলেন বুকারি। রোনাল্ডোকে ইতিমধ্য়েই তুলে নিয়েছেন কোচ স্যান্টোস। এ বার দেখার ঘানা ম্যাচে ফিরে আসতে পারে কিনা।
-
৮০ মিনিট: ঘানার ফুটবলারের কাছ থেকে বল ছিনিয়ে নেন ফের্নান্দেস। তিনি পাস দেন সিলভাকে। বল ধরে এগিয়ে এসে রাফায়েল লিয়াওয়ের দিকে বল বাড়ান তিনি। ঠান্ডা মাথায় গোল করেন পরিবর্ত হিসাবে নামা রাফায়েল।
-
৭৭ মিনিট: পাঁচ মিনিট পরে আরও এক বার এগিয়ে গেল পর্তুগাল। মাঝমাঠে বল ধরে হোয়াও ফেলিক্সের উদ্দেশে বল বাড়ান ব্রুনো ফের্নান্দেস। অফসাইডের ফাঁদ এড়িয়ে বল ধরে বক্সে ঢোকেন ফেলিক্স। ডান পায়ের শটে গোল করেন ফেলিক্স।
-
৭২ মিনিট: গোল শোধ করল ঘানা। বাঁ প্রান্ত ধরে বল নিয়ে এগিয়ে পর্তুগালের বক্সে ঢুকে পড়েন কুডুস। দলের স্ট্রাইকার আন্দ্রে আয়িউর উদ্দেশে বল বাড়ান তিনি। ডান পায়ের টোকায় গোল করে যান আয়িউ। কিছু করার ছিল না পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কোস্তার।
-
৬৫ মিনিট: পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি রোনাল্ডো। গোলরক্ষকের ডান দিক দিয়ে টপ কর্নারে বল রাখেন তিনি। গোলরক্ষক জিজির কিছু করার ছিল না। রোনাল্ডো প্রথম ফুটবলার যিনি টানা পাঁচটি বিশ্বকাপে গোল করলেন।
-
৬২ মিনিট: বক্সের মধ্যে রোনাল্ডোকে ফাউল করেন ঘানার সালিসু। পেনাল্টি পায় পর্তুগাল। ঘানার ফুটবলাররা রেফারির কাছে আবেদন করতে থাকেন যে পেনাল্টি ন্যায্য নয়। কিন্তু কোনও আপত্তি গ্রাহ্য করেননি রেফারি। খালি চোখে দেখে মনে হয়েছে, রোনাল্ডোকে ফাউল করা হয়েছিল।
-
৫০ মিনিট: দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ বাড়াচ্ছে পর্তুগাল। ঘানার গোলের কাছে পৌঁছে গেলেও গোলের মুখ খুলতে পারেননি রোনাল্ডোরা।
-
৪৫ মিনিট: গোলশূন্য শেষ হল প্রথমার্ধের খেলা।
-
৪০ মিনিট: এখনও গোল করতে পারেনি দু’দল। তবে মাঝেমধ্যেই সুযোগ তৈরি হচ্ছে।
-
৩১ মিনিট: ঘানার গোলে বল জড়ান রোনাল্ডো। কিন্তু ফাউলের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। প্রথমার্ধ যে রোনাল্ডোর নয়, তা এই ঘটনা থেকেই পরিষ্কার। ঘানার বক্সে বল তোলেন ফেলিক্স। ঘানার অধিনায়ক জিকুর কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গোল করেন রোনাল্ডো। কিন্তু রেফারি মনে করেছেন, ফাউল করেছেন রোনাল্ডো। তাই গোল বাতিল করেন তিনি।
-
৩০ মিনিট: বেশি সুযোগ তৈরি করেছে পর্তুগাল। কিন্তু গোল করতে পারেনি তারা। বের্নার্দো সিলভা, ফেলিক্সরা মাঝেমধ্যে বক্সে ঢুকলেও গোলের মুখ খুলতে পারেননি।
-
২০ মিনিট: ধীরে ধীরে ম্যাচে ফিরছে ঘানা। বলের দখল এখনও পর্তুগালের বেশি। কিন্তু পুরোপুরি রক্ষণাত্মক না হয়ে নিজেদের মধ্যে বল খেলে মাঝে মাঝে আক্রমণে ওঠার চেষ্টা করছে তারা। কিন্তু তেমন ভাবে কোনও ভাল আক্রমণ দেখা যায়নি।
-
১২ মিনিট: আবার গোল করার সুযোগ পান রোনাল্ডো। এ বার হেডে। কিন্তু ঠিক জায়গায় বল লাগাতে পারেননি। তাই পোস্টের বাইরে দিয়ে বল বেরিয়ে যায়। প্রথম ১২ মিনিটেই দু’গোল করতে পারতেন তিনি। কিন্তু সুযোগ নষ্ট করেন।
-
১০ মিনিট: প্রথম সুযোগ পান রোনাল্ডো। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি সিআর৭। বক্সের বাইরে বলের দখল হাতছাড়া করেন ঘানার ডিফেন্ডার কুডুস। ব্রুনো ফার্নান্ডেজ বলা বাড়ান ফাঁকায় থাকা রোনাল্ডোর উদ্দেশে। মধ্যে ঢুকে গোলরক্ষকের উপর দিয়ে মারার চেষ্টা করেন তিনি। কিন্তু পারেননি।
-
৫ মিনিট: প্রথম থেকেই বলের দখল পর্তুগালের হাতে। দুই প্রান্ত ধরে আক্রমণ তুলে আনছে তারা। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি পর্তুগাল। প্রথম কয়েক মিনিটে তেমন ভাবে সক্রিয় হতে দেখা যায়নি রোনাল্ডোকে।