আইএসএলের প্রস্তুতিতে ব্যস্ত ইমামি ইস্টবেঙ্গল। —ফাইল চিত্র
শুক্রবার আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। তার ৪৮ ঘণ্টা আগে বুধবার ২৭ সদস্যের দল ঘোষণা করল লাল-হলুদ শিবির। কেরলের কোচিতে কেরল ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল।
২৭ সদস্যের দলে তিন জন গোলরক্ষক, ন’জন ডিফেন্ডার, ১১ জন মিডফিল্ডার ও চার জন ফরোয়ার্ডকে রাখা হয়েছে। তিন জন গোলরক্ষক হলেন, পবন কুমার, কমলজিৎ সিংহ ও নবীন কুমার। ডিফেন্ডাররা হলেন, মহম্মদ রকিপ, ইভান গঞ্জালেস, সার্থক গোলুই, অঙ্কিত মুখোপাধ্যায়, লালচুংনুঙ্গা, কিরিয়াকু, জেরি লালরিনজুয়ালা, নবি হুসেন খান ও প্রীতম সিংহ। মিডফিল্ডাররা হলেন, অমরজিৎ সিংহ কিয়াম, ওয়াহেংবাম, অ্যালেক্স লিমা, শৌভিক চক্রবর্তী, তুহিন দাস, জর্ডন ও’ডোহার্টি, নাওরেম, মোবাশির রহমান, অনিকেত যাদব, সুমিত পাসি ও হিমাংশু জাংড়া। ফরোয়ার্ড হিসাবে দলে রয়েছেন, এলিয়ান্দ্রো, ক্লেইটন সিলভা, সেম্বোই হাওকিপ ও ভিপি সুহের।
Here's our 27-member squad for the upcoming #HeroISL! 🔴🟡
— East Bengal FC (@eastbengal_fc) October 5, 2022
আসন্ন হিরো আইএসএল-এর জন্য দেখে নিন আমাদের ২৭ সদস্যের দল। ✊#JoyEastBengal #আমাগোমশাল pic.twitter.com/HaTFzPzk0f
গত শুক্রবার রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইমামি ইস্টবেঙ্গল। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে জেতে লাল-হলুদ ব্রিগেড। জিতেই আইএসএল অভিযান শুরু করছে তারা। ২৯ অক্টোবর আইএসএলের প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy