Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
ISL 2022-23

আইএসএলে নামার ৪৮ ঘণ্টা আগে দল ঘোষণা ইমামি ইস্টবেঙ্গলের!

২৭ সদস্যের দলে তিন জন গোলরক্ষক, ন’জন ডিফেন্ডার, ১১ জন মিডফিল্ডার ও চার জন ফরোয়ার্ডকে রাখা হয়েছে। কেরল ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল।

আইএসএলের প্রস্তুতিতে ব্যস্ত ইমামি ইস্টবেঙ্গল।

আইএসএলের প্রস্তুতিতে ব্যস্ত ইমামি ইস্টবেঙ্গল। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ১৯:০৫
Share: Save:

শুক্রবার আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। তার ৪৮ ঘণ্টা আগে বুধবার ২৭ সদস্যের দল ঘোষণা করল লাল-হলুদ শিবির। কেরলের কোচিতে কেরল ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল।

২৭ সদস্যের দলে তিন জন গোলরক্ষক, ন’জন ডিফেন্ডার, ১১ জন মিডফিল্ডার ও চার জন ফরোয়ার্ডকে রাখা হয়েছে। তিন জন গোলরক্ষক হলেন, পবন কুমার, কমলজিৎ সিংহ ও নবীন কুমার। ডিফেন্ডাররা হলেন, মহম্মদ রকিপ, ইভান গঞ্জালেস, সার্থক গোলুই, অঙ্কিত মুখোপাধ্যায়, লালচুংনুঙ্গা, কিরিয়াকু, জেরি লালরিনজুয়ালা, নবি হুসেন খান ও প্রীতম সিংহ। মিডফিল্ডাররা হলেন, অমরজিৎ সিংহ কিয়াম, ওয়াহেংবাম, অ্যালেক্স লিমা, শৌভিক চক্রবর্তী, তুহিন দাস, জর্ডন ও’ডোহার্টি, নাওরেম, মোবাশির রহমান, অনিকেত যাদব, সুমিত পাসি ও হিমাংশু জাংড়া। ফরোয়ার্ড হিসাবে দলে রয়েছেন, এলিয়ান্দ্রো, ক্লেইটন সিলভা, সেম্বোই হাওকিপ ও ভিপি সুহের।

গত শুক্রবার রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইমামি ইস্টবেঙ্গল। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে জেতে লাল-হলুদ ব্রিগেড। জিতেই আইএসএল অভিযান শুরু করছে তারা। ২৯ অক্টোবর আইএসএলের প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে তারা।

অন্য বিষয়গুলি:

ISL 2022-23 Emami East Bengal Squad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy