Advertisement
০৬ নভেম্বর ২০২৪
East Bengal

ডুরান্ডের টিকিট নিয়ে ইস্টবেঙ্গলে অসন্তোষ, মাঠে যাওয়া বয়কটের ভাবনা লাল-হলুদ কর্তাদের

শনিবার ডুরান্ড কাপে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও ইমামি ইস্টবেঙ্গল। তার আগে টিকিট নিয়ে অসন্তোষ শুরু হয়েছে ইস্টবেঙ্গলে। বড় সিদ্ধান্ত নিতে পারেন লাল-হলুদ কর্তারা।

East Bengal gate

ইস্টবেঙ্গল তাঁবু। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ২২:৫৪
Share: Save:

শনিবার ডুরান্ড কাপে মোহনবাগানের মুখোমুখি ইস্টবেঙ্গল। মরসুমের প্রথম ডার্বির আগে টিকিট নিয়ে অসন্তোষ ইস্টবেঙ্গলে। আয়োজকদের বিরুদ্ধে ক্ষুব্ধ লাল-হলুদ কর্তারা। ডুরান্ড চলাকালীন মাঠে যাওয়া বয়কট করতে পারেন তাঁরা।

ঠিক কী স‌মস্যা হয়েছে? ইস্টবেঙ্গলের অভিযোগ, ম্যাচের টিকিট দিতে সমস্যা করছে ডুরান্ডের আয়োজকেরা। ইস্টবেঙ্গলের কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার বলেন, ‘‘ডুরান্ড কাপের টিকিট বিলি নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর ডাকা বৈঠকে গিয়েছিলাম। গত বার সমর্থকদের জন্য আমাদের দুই প্রধানকে ৯ হাজার করে টিকিট দেওয়া হয়েছিল। সেই টিকিট আমরা বিক্রি করেছিলাম। এ বার বলা হয়েছে, টাকা দিয়ে বা অন্য কোনও গ্যারান্টি দিয়ে টিকিট নিতে হবে। আমরা কেন অন্যদের গ্যারান্টি দিয়ে টিকিট নেব সেটাই বুঝতে পারছি না।’’

এমনিতেই তাঁদের ক্লাবের জন্য আলাদা করে কোনও খরচ ডুরান্ডের আয়োজকদের করতে হচ্ছে না বলে দাবি করেছেন দেবব্রত। তাই তার পরে টিকিট নিয়ে এই সমস্যা মানতে পারছেন না তিনি। দেবব্রত বলেন, ‘‘ডুরান্ডে একটা ম্যাচের আয়োজন করতে গেলে একটা দলের পিছনে অনেক খরচ হয়। বিমান ভাড়া, হোটেল ভাড়া, খাওয়ার খরচ থাকে। আমাদের তো কিছুই দরকার নেই। সেখানে যদি ক্লাবের সমর্থকদের টিকিট বিক্রি করতে হলে আমাদের গ্যারান্টি দিতে হয় সেটা ঠিক নয়। গত বছর সদস্যদের ৪ হাজার টিকিট দেওয়া হয়েছিল। এ বার সদস্য সংখ্যা বেড়েছে। এ ছাড়া অনেক স্পনসর আছে যাদের টিকিট দিতে হয়। ভিআইপি টিকিট আছে। সব মিলিয়ে যদি আমাদের ৩০-৩৫টা টিকিট দেয় তা হলে কী করে হবে?’’

এই পরিস্থিতিতে ডুরান্ড চলাকালীন মাঠে যাওয়া বয়কট করতে পারেন লাল-হলুদ কর্তারা। দেবব্রতের কথায়, ‘‘আমরা চাই, ডুরান্ড ভাল ভাবে হোক। আমরা না হয় মাঠে গেলাম না। ক্লাবের সদস্য, সমর্থকদের টিকিট দিতে পারলাম না, অথচ আমরা গিয়ে মাঠে বসে থাকলাম, সেটা ঠিক না। বুধবার একটা জরুরি বৈঠক ডেকেছি। সেখানেই সিদ্ধান্ত নেব যে চলতি ডুরান্ড কাপে আমরা মাঠে যাব কি না।’’

অন্য দিকে ডার্বির টিকিটের দাম জানিয়ে দেওয়া হয়েছে। সর্বনিম্ন দাম ১০০ টাকা। সর্বাধিক ২০০ টাকা। যুবভারতীতে বিভিন্ন ব্লকে টিকিটের দাম আলাদা। তবে ১০০ টাকার টিকিটই বেশি। বি১, বি২ ও বি৩ ব্লকে টিকিটের দাম ১০০ টাকা। ডি১, ডি২ ও ডি৩ ব্লকেও ১০০ টাকায় টিকিট পাওয়া যাবে। ঠিক একই ভাবে সি১ ও সি৩ ব্লকেও প্রতিটি টিকিটের দাম ১০০ টাকা। শুধুমাত্র সি২ ব্লকে প্রতিটি টিকিটের দাম ২০০ টাকা করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

East Bengal Durand Cup Ticket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE