লাল-হলুদ কোচ অস্কার ব্রুসো। নিজস্ব চিত্র।
দীর্ঘ অপেক্ষার পরে চলতি আইএসএলে প্রথম জয়। ভয়ঙ্কর নর্থ ইস্ট ইউনাইটেড-কে হারিয়ে লাল-হলুদ সমর্থকদের জয়োল্লাসের মধ্যেই কোচ অস্কার ব্রুসো জানিয়ে দিলেন, দলগত সংহতি-ই এই সাফল্য এনে দিয়েছে। এই পথেই যে দল চেনা ছন্দে ফিরবে, তা-ও স্পষ্ট করে দেন তিনি।
শনিবার ম্যাচের নায়ক দিমিত্রিয়স সাংবাদিক বৈঠকে বলেন, “মহমেডানের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে গোল হয়নি। সেটাই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছিল। শুধু গোল করাই নয়, গত ম্যাচের মতো এই ম্যাচেও আমরা প্রয়োজনে নীচে নেমে এসে রক্ষণ দৃঢ় রাখার উপরে জোর দিয়েছিলাম। পরের ম্যাচগুলিতেও এই ভাবেই লড়তে হবে।”
দলের প্রধান স্ট্রাইকারের কথার রেশ ধরেই অস্কার বলেন, “দলের স্ট্রাইকার যদি এমন ইতিবাচক কথা বলে, সেটাই বুঝিয়ে দেয় ফুটবলারদের উন্নতির লেখচিত্র উপরে উঠতে শুরু করেছে। ফুটবলারদের মানসিকতায় যে পরিবর্তন এসেছে, তারই প্রতিফলন দেখা গিয়েছে। দিমিত্রিয়স শুধু গোলই করেনি, নীচে নেমে রক্ষণও সামলেছে। আমি কোচ হয়ে আসার পরে প্রথম দিন থেকে এই কথাই বলে এসেছি সকলকে। দল হিসেবে নিখুঁত খেললেই আমরা সাফল্য পাব।” এ দিন সকালে যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে রিকভারি সেশন সারেন সাউল ক্রেসপো-রা। সকলেই ছিলেন ফুরফুরে মেজাজে।
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কার্ড সমস্যায় শুক্রবার ছিলেন না দুই নির্ভরযোগ্য উইঙ্গার নন্দ কুমার এবং মহেশ সিংহ। তাঁদের জায়গায় খেলেন যথাক্রমে পি ভি বিষ্ণু এবং জিকসন সিংহ। তা সত্ত্বেও এই জয় নিশ্চিত ভাবেই শুধু তিন পয়েন্ট নয়, অনেকটা আত্মবিশ্বাসও জুগিয়েছে দল-কে। উন্নতির ধারা বজায় রাখাই এই মুহূর্তে প্রধান লক্ষ্য অস্কারের। যে প্রসঙ্গে তিনি বলেন, “ফুটবলাররা নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। খেলায় যে ধারাবাহিকতা এসেছে, তা আমাদের ধরে রাখতে হবে।”
আইএসএলে অষ্টম ম্যাচে প্রথম জয়। সারা ম্যাচ জুড়ে লাল-হলুদ ফুটবলারদের দাপট এতটাই বেশি ছিল যে, মাত্র একটি গোলমুখী শটই মারতে পেরেছেন আলাদিন আজ়ারাই-রা। ২৩ মিনিটের মাথায় মাধি তালালের ঠিকানা লেখা সেন্টার থেকে একমাত্র গোলটি করেন দিমিত্রিয়স। জয়ের পরে তালালের মুখেও শোনা গিয়েছে দলের মানসিকতার পরিবর্তনের কথা। তিনি বলেন, “এএফসি চ্যালেঞ্জ লিগের শেষ আটে ওঠা এবং মহমেডানের বিরুদ্ধে মাত্র নয় জন ফুটবলার নিয়ে ড্র করার পরে আমরা ইতিবাচক পারফরম্যান্স তুলে ধরতে পারছি। এই জয় আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পরবর্তী ম্যাচগুলিতেও এই ধারা বজায় রাখতে চাই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy