Advertisement
০২ জুলাই ২০২৪
East Bengal

৭ গোল দিয়ে শুরু ইস্টবেঙ্গলের কলকাতা লিগ, উড়ে গেল টালিগঞ্জ

কলকাতা লিগের প্রথম ম্যাচেই জমিয়ে দিল ইস্টবেঙ্গল। রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ গোলে হারিয়ে দিল তারা। জোড়া গোল করলেন জেসিন টিকে।

cricket

ইস্টবেঙ্গলের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: এক্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২৪ ১৮:১৩
Share: Save:

কলকাতা লিগের প্রথম ম্যাচেই ঝলমলে ইস্টবেঙ্গল। রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল তারা। জোড়া গোল করলেন জেসিন টিকে। গোল পেলেন আইএসএলে খেলা সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রথম ম্যাচেই ছন্দে লাল-হলুদ ব্রিগেড।

ম্যাচের ১১ মিনিটেই লাল-হলুদ এগিয়ে যায়। বক্সের কাছাকাছি বল পেয়েছিলেন শ্যামল বেসরা। তাঁর জোরালো শট বিপক্ষের বলবিন্দর সিংহের পায়ে লেগে গোলে ঢুকে যায়। এর পরে টালিগঞ্জের উপরে জাঁকিয়ে বসতে থাকে ইস্টবেঙ্গল। একের পর এক সুযোগ তৈরি করলেও গোল আসেনি। প্রথমার্ধের শেষের দিকে, ৪৩ মিনিটে গোল করেন আমন সিকে। ডান দিক থেকে উঠে বিপক্ষের এক ফুটবলারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন। টালিগঞ্জের গোলকিপার মিঠুন সামন্তের হাত ফসকে বল জালে জড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই টালিগঞ্জ এক গোল শোধ করে। ১৮ গজ দূর থেকে সঞ্জয় শর্মার নিচু শট আটকাতে পারেননি ইস্টবেঙ্গলের গোলকিপার আদিত্য পাত্র। এর পরে রোখা যায়নি লাল-হলুদকে। একের পর এক গোল করতে থাকে তারা। ৬৪ মিনিটে বক্সে হাতে বল লাগে টালিগঞ্জের খেলোয়াড় রাজদীপ সর্দারের। পেনাল্টি থেকে গোল করেন জেসিন। দু’মিনিট পরে একক দক্ষতায় আবার গোল জেসিনের। এ বার টালিগঞ্জের অর্ধে বল পেয়ে উঠে গিয়ে বিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন।

৭৮ মিনিটে পঞ্চম গোল করেন সুব্রত মুর্মু। বাঁ দিক থেকে সায়নের ক্রস মাথা ছুঁইয়ে গোল করেন। ৮৬ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল অনন্তু এস-এর। সংযুক্তি সময়ে ইস্টবেঙ্গলের সপ্তম গোল সায়নের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal CFL 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE