রোনাল্ডোর সঙ্গে সেই ভক্ত। ছবি রয়টার্স
পর্তুগালের বিরুদ্ধে ম্যাচ শেষ হতেই প্রিয় ফুটবলারের দিকে ছুটে গিয়েছিল সে। জড়িয়ে ধরার পাশাপাশি মিলেছিল জার্সিও। কিন্তু জার্সি পেতে গিয়ে আয়ারল্যান্ডের খুদে সমর্থককে মোটা জরিমানা দিতে হচ্ছে। জার্সির দামের থেকে যা প্রায় ১০-১২ গুণ বেশি।
বৃহস্পতিবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল পর্তুগালের। সেই ম্যাচে খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। ১১ বছরের অ্যাডিসন হুইলান ম্যাচের পরেই নিরাপত্তারক্ষীদের বেড়া টপকে প্রিয় তারকা রোনাল্ডোর দিকে ছুটে যায়। রোনাল্ডো তাকে জড়িয়ে ধরেন এবং নিজের জার্সিও দিয়ে দেন ওই খুদে সমর্থককে। কিন্তু নিয়ম ভাঙার জন্য তাকে ৩০০০ ইউরো (ভারতীয় মুদ্রায় আড়াই লক্ষেরও বেশি) গুণতে হচ্ছে। অ্যাডিলানের বাবা খুশি মনে সেই জরিমানা দিয়ে দেবেন বলে ঘোষণা করেছেন।
Cristiano Ronaldo gives his shirt to a young emotional fan who invades the pitch at full-time 👏 💚 pic.twitter.com/mvLorZttPP
— Football Daily (@footballdaily) November 11, 2021
এক রেডিয়ো চ্যানেলে অ্যাডিলান বলেছে, “আমি দ্বিতীয় সারিতে ছিলাম। ম্যাচের পরই প্রথম সারি টপকে এবং নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপ এড়িয়ে রোনাল্ডোর দিকে ছুটতে থাকি। তখন আমার পিছনে ধেয়ে আসছিল নিরাপত্তারক্ষীরা। দুই কোণ থেকেও দু’জনে আমাকে ধরতে আসছিল। কিন্তু আমি ছুটতে থাকি এবং রোনাল্ডোর নাম ধরে চেঁচাতে থাকি। রোনাল্ডো ঘুরে দাঁড়ায় এবং নিরাপত্তারক্ষীদের বলে আমাকে না ধরতে। ও আমার কাছে এসে আমাকে জড়িয়ে। আমি অবাক হয়ে কাঁদতে শুরু করেছিলাম।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy