Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Cristiano Ronaldo's indecent gesture

মেসির নাম শুনে আবার চটে গেলেন, পুরুষাঙ্গ দেখিয়ে অশালীন অঙ্গভঙ্গি রোনাল্ডোর

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো দলে খেলা রোনাল্ডো একাধিক বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ৩৮ বছরের রোনাল্ডো এখন সৌদির ক্লাবে চলে এসেছেন।

Cristiano Ronaldo

রোনাল্ডো আবার মেজাজ হারালেন। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ১৫:৫৭
Share: Save:

ম্যাচ শুরুর আগে লিয়োনেল মেসির নাম শুনে অশালীন অঙ্গভঙ্গি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ম্যাচটাও হেরে গেল আল নাসের। রোনাল্ডোর দল ০-২ গোলে হারল আল হিলালের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচের আগে রোনাল্ডো আবার মেজাজ হারালেন। আল হিলালের সমর্থকেরা মেসির নামে জয়ধ্বনি দেন। তাতেই চটে যান রোনাল্ডো।

মঙ্গলবার আল হিলাল বনাম আল নাসেরের ম্যাচ শুরুর আগে ‘মেসি, মেসি’ চিৎকার শোনা যায়। আল হিলালের সমর্থকেরা এই চিৎকার করতে থাকেন। সেই চিৎকার শুনে মাঠ থেকে বেরোনোর সময় নিজের পুরুষাঙ্গ দেখিয়ে অশালীন ভঙ্গি করেন রোনাল্ডো। তাঁর সেই ভঙ্গি যে মেসির নামে চিৎকার করতে থাকা আল হিলালের সমর্থকদের উদ্দেশে ছিল সেটা স্পষ্ট। বিশ্বকাপ জিতে অশালীন ভঙ্গি করেছিলেন মেসির সতীর্থ এমিলিয়ানো মার্তিনেস। রোনাল্ডোর ভঙ্গি আরও খারাপ বলে মনে করছেন অনেকে।

রোনাল্ডোরা গোটা ম্যাচেই ছন্দ খুঁজে পেলেন না। হেরে গেল আল নাসের। এর ফলে সৌদি প্রো লিগ জয়ের ক্ষেত্রে পিছিয়ে পড়ল তারা। আল ইত্তিহাদ ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট পেয়েছে। আল নাসের ২৪ ম্যাচে পেয়েছে ৫৩ পয়েন্ট। একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করছে আল নাসের। গত ম্যাচে ড্র করেছিল তারা। ফলে শেষ দু’ম্যাচে পাঁচ পয়েন্ট হারাল আল নাসের।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে এই বছরেই আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। সেখানে খেলতে এসে এর আগেও মেসির নাম শুনতে হয়েছে তাঁকে। সে বারেও রেগে যেতে দেখা গিয়েছিল তাঁকে। বার বার মেসির নাম শুনে রেগে যাচ্ছেন রোনাল্ডো। ভবিষ্যতেও তাই পর্তুগিজ তারকা খেলতে নামলে যে তাঁকে মেসির নাম শুনতে হবে সেটা বলাই যায়। রোনাল্ডোকে বিরক্ত করার অস্ত্র পেয়ে গিয়েছেন বিপক্ষ দলের সমর্থকরা।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো দলে খেলা রোনাল্ডো একাধিক বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ৩৮ বছরের রোনাল্ডো এখন সৌদির ক্লাবে চলে এসেছেন। দেশের হয়ে ইউরো কাপ জিতেছেন। এ বারের বিশ্বকাপে যদিও সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রোনাল্ডো। ভবিষ্যতে তাঁকে ইউরোপের কোনও ক্লাবে খেলতে দেখা যাবে কি না সেটা এখনও স্পষ্ট নয়।

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo Lionel Messi Al Nassr
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE