ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফাইল ছবি
প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে তারা ৩-২ ব্যবধানে হারিয়ে দিল আর্সেনালকে। জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্য গোল তাঁরই দেশীয় সতীর্থ ব্রুনো ফের্নান্দেসের। ক্লাব এবং দেশের হয়ে ৮০০ গোল করে নজির গড়ে ফেললেন রোনাল্ডোও।
নতুন কোচ হিসেবে ঘোষণা করা হলেও বৃহস্পতিবার ম্যান ইউয়ের ডাগ আউটে দেখা যায়নি রালফ রাংনিককে। তিনি গ্যালারিতে বসেছিলেন। ভারপ্রাপ্ত কোচ মাইকেল ক্যারিকই কোচিংয়ের দায়িত্ব সামলান। তবে এই ম্যাচের পরই ক্যারিক জানিয়ে দেন, ম্যান ইউয়ে এটাই তাঁর শেষ ম্যাচ হতে চলেছে। ফুটবলার এবং সহকারী কোচ হিসেবে যে ক্লাবে ছিলেন, সেই ম্যান ইউ ছেড়ে গেলেন তিনি।
Our minds are already set on the next game, there’s no time to celebrate! Today’s win was very important to get back on track, but there’s still a long road to go until we reach our destination… Congrats to all my teammates, great spirit tonight! 🙏🏽💪🏽 pic.twitter.com/XUFsOOGlws
— Cristiano Ronaldo (@Cristiano) December 2, 2021
এমিল স্মিথ রোয়ের গোলে পিছিয়ে পড়লেও ম্যান ইউয়ের হয়ে সমতা ফেরান ব্রুনো। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রোনাল্ডো, যার শেষেরটি পেনাল্টি থেকে। মাঝে একটি গোল করেন আর্সেনালের মার্টিন ওডেগার্ড।
ম্যাচের পর রোনাল্ডোর টুইট, ‘পরের ম্যাচের জন্য ইতিমধ্যেই ভাবতে শুরু করে দিয়েছি। উচ্ছ্বাসের কোনও সময় নেই। ছন্দে ফেরার জন্য আজকের ম্যাচে জেতাটা দরকার ছিল। এখনও অনেক পথ যাওয়া বাকি।’ আর একটি টুইটে বিদায়ী কোচ ক্যারিককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy