পিএসজির গোলরক্ষক কেলর নাভাসের ঘুষি খান রোনাল্ডো। ছবি: টুইটার
সৌদি আরবে প্রথম ম্যাচ খেলতে নেমে চোখের নীচে কালশিটে পড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। প্যারিস সঁ জরমঁর বিরুদ্ধে বৃহস্পতিবার ম্যাচ ছিল রিয়াধ অলস্টারের। সেই ম্যাচে মুখোমুখি হন লিয়োনেল মেসির দল এবং রোনাল্ডোর দল। সেই ম্যাচেই চোখের নীচে কালশিটে পড়ে যায় পর্তুগিজ তারকার। ম্যাচটি হেরে যায় রিয়াধ অলস্টার।
পিএসজির গোলরক্ষক কেলর নাভাসের ঘুষি খান রোনাল্ডো। বল বাঁচাতে গিয়ে রোনাল্ডোর মুখেই ঘুষি মারেন নাভাস। এক সময় রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে খেলতেন তাঁরা। সেই নাভাসের ঘুষিতে চোখের নীচ ফুলে যায় রোনাল্ডোর। সেই নিয়েই ম্যাচ খেলেন তিনি। দু’টি গোলও করেন। নাভাসের ঘুষির জন্য পেনাল্টি পায় সৌদি আরবের দলটি। সেখান থেকে গোল করেন রোনাল্ডো। পরে আরও একটি গোল করেন তিনি। গোল করেছেন মেসি, এমবাপেও। তবে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি নেমার। তাঁর শট আটকে দেন অলস্টারের গোলরক্ষক মহম্মদ আল ওয়েসিস।
ঘুষি খেলেও নাভাসের সঙ্গে মজা করতে দেখা যায় রোনাল্ডোকে। সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেছেন রোনাল্ডো। পিএসজির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন আল নাসের এবং আল হিলাল দলের ফুটবলাররা। দুই দলকে মিলিয়ে তৈরি হয়েছিল রিয়াধ অলস্টার দলটি। সেই দলের অধিনায়ক হিসাবে খেলেন রোনাল্ডো। সৌদি লিগে এর পর আল নাসেরের হয়ে খেলবেন তিনি। রবিবার সেই দলের ম্যাচ রয়েছে।
বৃহস্পতিবারের তারকাসমৃদ্ধ ম্যাচটিতে মোট ৯টি গোল হল। ৫-৪ গোলে ম্যাচ জিতল পিএসজি। মেসির গোল দিয়ে শুরু। শেষ গোল করেন এমবাপে। মাঝে জোড়া গোল রোনাল্ডোর। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়লেন না। ফিফা বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখানেই শুরু করলেন মেসি। ৩ মিনিটের মাথায় গোল করে ফেললেন তিনি। বক্সের বাইরে থেকে নেমারের ঠিকানা লেখা পাসে সৌদির জাতীয় দলের গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এর পর একে একে ৯টি গোল হয়। ম্যাচে লাল কার্ড দেখেন পিএসজির জুয়ান বার্নেট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy