রিয়াল কাশ্মীরের ড্র: বুধবার আই লিগে ট্রাউয়ের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল কাশ্মীর। ম্যাচ শেষ হল ১-১। ম্যাচের দু’মিনিটের মধ্যেই গোল করে রিয়াল কাশ্মীরকে এগিয়ে দেন বের্নার্ড কোয়াসি। ৭০ মিনিটে সমতা ফেরান মেইতালকেইসানবাম রজার। সুদেবাকে ৩-১ হারাল আইজ়ল।
ফাইল চিত্র।
এএফসি কাপের জন্য সপ্তাহখানেক আগেই অনুশীলন শুরু হয়ে গিয়েছে এটিকে-মোহনবাগানে। আজ, বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে বাংলা দলের বিরুদ্ধে ফুটবলারদের দেখে নিতে চান কোচ জুয়ান ফেরান্দো।
বাংলাদেশের আবাহনীকে প্লে-অফে হারিয়ে মূল পর্বে উঠেছেন প্রীতম কোটালরা। যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের প্রথম ম্যাচ গোকুলম এফসির বিরুদ্ধে ১৮ মে। ২১ মে দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস। ২৪ মে শেষ ম্যাচ মলদ্বীপের মাজ়িয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিরুদ্ধে। সোমবার প্রস্তুতি ম্যাচে সব ফুটবলারকেই খেলানোর পরিকল্পনা রয়েছে তাঁর। সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের কাছে হারের যন্ত্রণা ভুলে নিজেদের উজাড় করে দিতে মরিয়া দিলীপ ওরাঁওরা।
রিয়াল কাশ্মীরের ড্র: বুধবার আই লিগে ট্রাউয়ের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল কাশ্মীর। ম্যাচ শেষ হল ১-১। ম্যাচের দু’মিনিটের মধ্যেই গোল করে রিয়াল কাশ্মীরকে এগিয়ে দেন বের্নার্ড কোয়াসি। ৭০ মিনিটে সমতা ফেরান মেইতালকেইসানবাম রজার। সুদেবাকে ৩-১ হারাল আইজ়ল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy