কী করলেন শুভাশিস? —ফাইল চিত্র
২৩ মিনিটে তৃতীয় গোল করে এসসি ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিলেন লিস্টন কোলাসো। সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছিলেন রয় কৃষ্ণরা। কোলাসোকে জড়িয়ে ধরে উৎসবে মেতে ওঠেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। একজন ছিলেন না সেই উৎসবে। শুভাশিস বসু। দল যখন উৎসবে মেতেছে, শুভাশিস তখন দৌড়ে গেলেন অরিন্দম ভট্টাচার্যের দিকে।
গত বছর মোহনবাগান দলে ছিলেন অরিন্দম। এ বছর ইস্টবেঙ্গলের অধিনায়ক তিনি। ২৩ মিনিটের মধ্যে তিনটি গোল খায় ইস্টবেঙ্গল। কোলাসোকে আটকানোর জন্য গোল ছেড়ে এগিয়ে গিয়েছিলেন অরিন্দম। সেই সময় চোট পান তিনি। সেই জন্যই তাঁর কাছে ছুটে যান শুভাশিস। পুরনো সতীর্থর পাশে দাঁড়াতে যান তিনি। সেই ঘটনাই মন কেড়েছে সমর্থকদের।
.@atkmohunbaganfc players are on the charge but keeping the spirit of the game alive! 🤝🏻
— Indian Super League (@IndSuperLeague) November 27, 2021
A brilliant gesture from @subhasis_bose15 👏#SCEBATKMB #HeroISL #LetsFootball #KolkataDerby pic.twitter.com/Cdyh7lOSaW
শনিবার ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে উড়িয়ে দেয় মোহনবাগান। গোল করেন রয় কৃষ্ণ, মনবীর সিংহ এবং কোলাসো। টানা তিনটি ডার্বি জিতল সবুজ-মেরুন। আইএসএল-এ ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট তুলে নিল তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy