আট জন স্লিপ দাড় করান ফিনল্যান্ড অধিনায়ক টুইটার
অভূতপূর্ব দৃশ্য দেখা গেল সম্প্রতি ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে। টি১০ ফরম্যাটের এই ম্যাচে ফিনল্যান্ড অধিনায়কের ফিল্ডিং সাজানো দেখে অবাক গোটা বিশ্ব। ছবি নেটমাধ্যমে পোস্ট হতেই ভাইরাল হয়েছে। বেশিরভাগই জানিয়েছেন, এ ভাবে ফিল্ডিং সাজাতে আগে কোনওদিন দেখেননি।
এমন ফিল্ডিং সাজিয়েছিলেন ফিনল্যান্ডের অধিনায়ক জোনাথন স্ক্যামান্স। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল। প্রথম থেকেই তিন স্লিপে আটজন এবং লেগ স্লিপে একজনকে দাঁড় করিয়ে দিলেন। তাঁর এই কান্ড দেখে অবাক ধারাভাষ্যকাররাও। ১০ ওভারের এই খেলায় এ ভাবে ফিল্ডিং সাজাতে আগে কেউ দেখেননি। প্রত্যেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
আজম শেরের করা প্রথম ওভারের প্রথম বল থেকেই এমন ফিল্ডিং সাজান জোনাথন। এই দৃশ্য দেখে অবাক হয়ে এক ধারাভাষ্যকার বলেন, ‘‘আট জন স্লিপ ফিল্ডার, সঙ্গে আরও একজন লেগ স্লিপে! প্রথম বল করার আগেই এই রকম ফিল্ডিং সাজাতে আগে কাউকে দেখিনি। একেবারে আলাদা।’’
Just one normal day of European Championship Cricket 🙏
— Cricket on BT Sport (@btsportcricket) September 30, 2021
Finland start the game against England with EIGHT in the slips, and a leg slip for good measure 😂#ECC21 pic.twitter.com/lnuTv2RwMt
জোনাথন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। আর তার পরেই এই ধরনের ফিল্ডিং সাজিয়ে সকলকে তাক লাগিয়ে দেন ফিনল্যান্ড অধিনায়ক। এই ছবি নেটমাধ্যমেও ব্যপক শেয়ার হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy