Advertisement
২০ জানুয়ারি ২০২৫

কাপ বোধনে আজ ভালদেরামাদের ম্যাচ

শিলিগুড়ি থেকে মঙ্গলবারই ট্রফি চলে এসেছে মুম্বইয়ে। বাজারে বেরিয়ে গেলেও বিশ্বকাপ থিম সংয়ের একটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে। যাঁরা থিম সং-এ গেয়েছেন, তাঁরা উপস্থিত থেকে গাইতে পারেন গানটি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ০৪:৩৬
Share: Save:

আর ঠিক এক মাস পরেই ভারতের মাটিতে শুরু হয়ে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। যার বোধন হচ্ছে আজ, বুধবার মুম্বইয়ে। লেজেন্ডদের ম্যাচ দিয়ে।

যুব বিশ্বকাপের জনপ্রিয়তা বাড়াতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ট্রফি পরিক্রমাকে নতুন মাত্রায় নিয়ে যেতে চাইছেন সংগঠকরা। বুধবার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ফিফা লেজেন্ডদের ম্যাচ খেলতে নামবেন বিশ্ব ফুটবলের পাঁচ তারকা। যাঁরা ইতিমধ্যেই মুম্বই চলে এসেছেন। যাঁর মধ্যে যেমন আছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা মার্সেল দেসাই, তেমনই কলম্বিয়ার ফুটবলের মহাতারকা কার্লোস ভালদেরামাও।

শিলিগুড়ি থেকে মঙ্গলবারই ট্রফি চলে এসেছে মুম্বইয়ে। বাজারে বেরিয়ে গেলেও বিশ্বকাপ থিম সংয়ের একটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে। যাঁরা থিম সং-এ গেয়েছেন, তাঁরা উপস্থিত থেকে গাইতে পারেন গানটি। লেজেন্ড ম্যাচ হবে কুড়ি মিনিটের। ভালদেরামাদের বিরুদ্ধে খেলার জন্য মঙ্গলবার রাত পর্যন্ত রেনেডি সিংহ, বেমবেম দেবী-দের মতো কয়েকজনকে পেয়েছেন সংগঠকরা। টিমের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান লেজেন্ড। ম্যাচটা কিছুই নয়, আসলে একটা উৎসবের মেজাজ আনার চেষ্টা চলছে। বৃষ্টি বিধ্বস্ত মুম্বইয়ে অবশ্য ম্যাচ নিয়ে আগ্রহ নেই। স্কুলের ছেলে-মেয়েদের মাঠে নামানো হতে পারে বলে খবর।

এই বিশ্বকাপে তিনটি টিমের অভিষেক হচ্ছে। ভারত ছাড়া বাকি দু’টো দেশ হল নাইজার এবং নিউ ক্যালেডোনিয়া। এই নাইজারের কাছে হেরেই যুব বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল পাঁচ বারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া। এ বারের বিশ্বকাপ সম্প্রচার করা হবে সোনি পিকচার্স নেটওয়ার্কে। ভারত হল এশিয়ার ১৮ নম্বর দল, যারা বিশ্বকাপে খেলছে।

অন্য বিষয়গুলি:

Carlos Valderrama Football U-17 Wrorld Cup Cup Inauguration অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ FIFA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy