Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sepp Blatter

ব্লাটারের বিরুদ্ধে ফিফার ফৌজদারি মামলা

২০১৬-তে ফিফার এই জাদুঘর উদ্বোধন হয়েছিল ১৪০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০৩৪ কোটি টাকা) খরচ করে। ১৯৭০-এর অফিস ভবনটিকে নতুন করে সাজানো হয়েছিল।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ০৩:৪১
Share: Save:

নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট সেপ ব্লাটার। এ বার জ়ুরিখে জাদুঘর নিয়ে আর্থিক অসঙ্গতির অভিযোগে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে ফিফা। ফুটবলের নিয়ামক সংস্থার তরফে মঙ্গলবার জানানো হয়েছে যে, এই প্রকল্প নিয়ে আর্থিক অসঙ্গতির কারণে সেই সময়কার প্রাক্তন কর্তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ উঠেছে বলেই এমন পদক্ষেপ। কারও কাছে গোপন নেই যে, জাদুঘর ছিল ব্লাটারেরই প্রকল্প।

২০১৬-তে ফিফার এই জাদুঘর উদ্বোধন হয়েছিল ১৪০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০৩৪ কোটি টাকা) খরচ করে। ১৯৭০-এর অফিস ভবনটিকে নতুন করে সাজানো হয়েছিল। এ ছাড়াও জাদুঘরে যোগ করা হয়েছিল ৩৪টি ভাড়া বাড়ি। এই ভাড়া বাড়িগুলি নিয়েই বিবাদ। ফিফার পক্ষে ব্লাটার এই বাড়িগুলির মালিককে ২০৪৫ সাল পর্যন্ত ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৬৫৯ কোটি টাকা) ভাড়া দেওয়ার অঙ্গীকার করেন। ফিফার অভিযোগ, এই টাকাটা বাজারদরের চেয়ে বেশি। ফিফার ডেপুটি সেক্রেটারি জেনারেল (অ্যাডমিনিস্ট্রেশন) অ্যালেসদেয়ার বেল বলেছেন, ‘‘অডিটে বেশ সন্দেহজনক অসঙ্গতি পাওয়া গিয়েছে। যার কিছু কিছু ফৌজদারি মামলা দায়েরের উপযুক্ত।’’ ব্লাটারের আইনজীবী যদিও বলেছেন, এই অভিযোগ ভিত্তিহীন। ব্লাটারের বয়স এখন ৮৪। আর্থিক কারচুপির অভিযোগে ২০১৫-তে তিনি ফিফা প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হন।

অন্য বিষয়গুলি:

Sepp Blatter FIFA football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE