উইলিয়ামসনকে অভিনন্দন কোহালির। ওয়েলিংটনে প্রথম টেস্ট শেষ হওযার পর। ছবি: এএফপি।
সাড়ে তিন দিনেই হার। আর সেটাও ১০ উইকেটে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের কাছে লজ্জার পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বের এক নম্বর টেস্ট দল যে ভাবে প্রথম দিন থেকে খেলেছে, তা চরম হতাশার বলেই মনে করছেন তাঁরা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বিরাট কোহালির ভারতের এটাই প্রথম হার। টস হেরে ব্যাট করতে নেমে ভারতের প্রথম ইনিংসে শেষ হয়েছিল ১৬৫ রানে। জবাবে নিউজিল্যান্ড তোলে ৩৪৮। ভারতের দ্বিতীয় ইনিংসে দাঁড়ি পড়ে ১৯১ রানে। জেতার জন্য দরকার ছিল মাত্র নয় রান। বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছয় কেন উইলিয়ামসনের দল। দুই ইনিংস মিলিয়ে মোট নয় উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কিউয়ি পেসার টিম সাউদি।
আরও পড়ুন: একটা হারেই ভারত খারাপ দল হয়ে যাচ্ছে না, দাবি বিরাটের
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতা, না মানসিকতার সমস্যা, ঠিক কী কারণে এই লজ্জার হার ভারতের
Don't know who wants to hear but Since Rohit departure from NZ. India is looking helpless and lost.
— ѕнυвнaм (@Walkingmiless) February 24, 2020
This is not how NO.1 rank team plays. Atleast show some fight boys. No body is showing fight to stay at the crease. Need to bounce back from this and square it.#INDvNZ #NZvIND
Outplayed in all departments, hardly looked No.1 Test side. With 4 days in hand we need to quickly introspect and regrouping. No debate NZ was the better team by miles. Time to get back and go better in the second test with mental toughness. Sport is all about challenges #NZvIND
— Pupil Of Poli-Sci (@adityapareek10) February 24, 2020
দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ০-১ পিছিয়ে পড়ার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। ওয়েলিংটন টেস্টের পর তাঁরা প্রশ্ন তুলেছেন টেস্টের প্রতি ভারতীয় দলের মানসিকতা নিয়ে। কোহালি-পূজারা-পৃথ্বীর রান না পাওয়া, যশপ্রীত বুমরার বল হাতে ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন ক্রিকেটপ্রেমীরা। এই টেস্ট সিরিজের জন্য কতটা প্রস্তুত ছিল দল, উঠছে সেই প্রশ্ন। ২৯ ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু দ্বিতীয় টেস্ট। সেখানে ভারতীয় দল লড়াই করতে পারবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন তাঁরা।
আরও পড়ুন: ‘আমি ভালই খেলছি, ব্যাটিং নিয়ে চিন্তিত নই’
Indian Team need to be improved both in batting & bowling side. There were few soft dismissals on day 1. On day 2, it took some time for our bowlers to hit the right strap, while no effort was seen on Day 3 & Day 4 (Today). 2nd test to start from 29th of February. #NZvsIND pic.twitter.com/RIetITF2A6
— Haresh M (@chnharish) February 24, 2020
India test team in 2000s best ever than current self proclaimed best team. its right 👊on the face of that drunkard coach who did chest thumping just after one series victory against good opponent. #NZvsIND #INDvNZ
— Karan Gill ☬ (@BabaGorilla_1) February 24, 2020
Can understand toss being a factor in the first innings, but had to do much better than 191 in the 2nd innings.
— Gurkirat Singh Gill (@gurkiratsgill) February 24, 2020
Was just poor batting from the team to be honest. #NZvsIND #NZvIND
It is not expected from the No.1 Test team to get dominated like this. Being the No. 1 Test team to show such pathetic display of #Cricket. It is the same Kiwis who lost badly to Australia 3-0. This series exposed #TeamIndia in a brutal manner!#INDvNZ #NZvInd #INDvsNZ #NZvsIND pic.twitter.com/CiXIOLaxxz
— BlueCap 🇮🇳 (@IndianzCricket) February 24, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy