গুয়াহাটিতে রবিবার হেয়ার ড্রায়ার ব্যবহৃত হচ্ছে পিচ শুকোতে। ছবি টুইটার থেকে নেওয়া।
কভারের ফাঁক দিয়ে জল ঢুকে পিচ ভিজে যাওয়ায় রবিবার বর্ষাপাড়া স্টেডিয়ামে ভেস্তে গিয়েছে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পিচ শুকোতে মাঠকর্মীরা অক্লান্ত থাকলেও শুরুই করা যায়নি ম্যাচ। খেলা হয়নি এক বলও।
খেলা শুরু করতে মরিয়া মাঠকর্মীরা পিচের ভেজা অংশ শুকোতে ব্যবহার করেছিলেন হেয়ার ড্রায়ার, ইস্ত্রি, ভ্যাকিউম ক্লিনার। আর এই ব্যাপারেই এখন চলছে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপ। প্রাক্তন জাতীয় ওপেনার আকাশ চোপড়া সরাসরি সম্প্রচারের সময়ই বলেছিলেন যে, আন্তর্জাতিক ম্যাচের আয়োজনের ক্ষেত্রে খামতি রয়েছে বর্ষাপাড়া স্টেডিয়ামে। কারণ, কভারের ফাঁক দিয়ে জল পড়েছে বাইশ গজে।
আকাশ চোপড়া বলেছিলেন, “এটা স্কুলের ছেলেদের মতো ভুল। আউটফিল্ড একেবারে শুকনো। কিন্তু পিচে জল চলে এসেছে। হয়তো আচ্ছাদনের কিছু জায়গায় ছিদ্র রয়েছে। আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতির ক্ষেত্রে এটা হতাশাজনক।” সোশ্যাল মিডিয়াতেও ক্রিকেটপ্রেমীরা বিদ্রুপে ভরিয়ে দিয়েছেন অসম ক্রিকেট সংস্থাকে। বিশেষ করে হেয়ার ড্রায়ারের ব্যবহার তুমুল সমালোচিত হচ্ছে।
এই অবস্থায় সিরিজ হয়ে উঠেছে দুই ম্যাচের। বিরাট কোহালির দল মঙ্গলবার ইনদওরে নামছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। আর সিরিজের শেষ ম্যাচ শুক্রবার পুণেয়।
Shame. It's shame. Virat Kohli surprised to see at Assam Cricket Association using Hair dryer, Iron, Vacuum cleaner to dry the pitch of Barsapara Stadium at Guwahati. And match #INDvSL finally declared abandoned. pic.twitter.com/DtZO0sNusV
— Nandan Pratim Sharma Bordoloi 🇮🇳 (@NANDANPRATIM) January 5, 2020
Using hair dryer to dry the pitch in #india 🙆😂NOT everyone can afford helicopter 😁😂 @IPL
— 🕊🇵🇰•. جـــــــــٹ ʙᴇʟʟᴀ .• (@bellabajwaa) January 5, 2020
TROLLING level infinity🔥😂😂#INDvsSL pic.twitter.com/tAzKkWoHol
BCCI (the richest board in world cricket) used Iron, Hair dryer and Vacuum cleaner to dry the Barsapara Stadium's pitch today after the rain. 😂 pic.twitter.com/JQHczt7pCe
— Ahsan. 🇵🇰 (@imPakistaniLAD) January 5, 2020
Pakistan using two helicopter's to DRY Qadaffi Stadium Lahore in PSL 3 and look what India is doing in Guhawati, using hair dryer to dry the pitch#BCCI #India #IndvSL #PSL5 #Guhawati #Pakistan pic.twitter.com/IWLtuRJtS4
— Najeeb ul Hasnain (@ImNajeebH) January 5, 2020
Groundstaff used hair dryer and iron box to dry the pitch. #INDvSL pic.twitter.com/GufgR6cSYG
— Naren (@iam_naren5) January 5, 2020
The hair dryer and steam iron are being used now to dry the pitch. Sri Lanka should have taken R Premadasa stadium rain covers to India 🇱🇰🏏 #INDvsSL pic.twitter.com/tQxR50axPL
— Azzam Ameen (@AzzamAmeen) January 5, 2020
Ground staff man: How can we dry this pitch for the match
— Tharaka Romesh (@DTRomesh) January 5, 2020
Virat: Well, I dry my wet clothes using an Iron or a hair dryer
Ground staff man: say no more#BCCI#SLvsIND
Seriously, Are we really the richest board in the world?? When we can't afford measures to tackle these issues. Steam iron and hair dryer being used to dry the pitch... Creative yet poor measures. #INDvSL #Guwahati pic.twitter.com/sKcFquks8t
— Nakul Kulshrestha (@NakulKulshrest1) January 5, 2020
Such a powerful hair-dryer.... Indian jugaad! 🤣🤣 #INDvSL pic.twitter.com/JKsiO0Vq09
— Tridib Baparnash ॐ (@TridibIANS) January 5, 2020
Hair dryer and iron (Yes the one used for ironing clothes) deployed to dry the pitch. LOL. Unprecedented.
— Gaurav Chattur (@chatturg) January 5, 2020
On serious note, heads need to roll at @BCCI @SGanguly99 #INDvsSL
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy