ফ্যাফ দু’প্লেসি ফাইল চিত্র
পাকিস্তান সুপার লিগের ম্যাচে মাথায় চোট পেয়ে আংশিক স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছেন ফ্যাফ দু’প্লেসি। নেট মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা লিখতে গিয়ে নিজেই জানালেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। শনিবার রাতে আবুধাবিতে পেশোয়ার জালমিরের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে মাথায় চোট পান দু’প্লেসি।
সোমবার সমর্থকদের বার্তা দিয়ে তিনি লেখেন, ‘সুস্থ হয়ে আমি হোটেলে ফিরেছি। আমি ভাল আছি। তবে বেশ কিছু ঘটনা আমার স্মৃতিতে না থাকায় কিছুটা হতাশ লাগছে। আশা করছি দ্রুত মাঠে ফিরব। আপনাদের সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য’।
সপ্তম ওভারে চার বাঁচাতে গিয়ে সতীর্থ মহম্মদ হাসনাইনের হাঁটুতে মাথা লাগে তাঁর। গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। হাসপাতালে ভর্তি করতে হয়। তবে দু’প্লেসি প্রথম নন, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আরেক তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলও মাথায় চোট পেয়েছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে। মুসা খানের বাউন্সারে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।
Thank you everyone for all the messages of support. I'm back at the hotel recovering. Have concussion with some memory loss but I will be fine. Hopefully be back on the field soon. Much love.
— Faf Du Plessis (@faf1307) June 13, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy