আবুধাবিতে ক্রিস গেল ঝড় ছবি: ইনস্টাগ্রাম
মরুশহরে ক্রিস গেল ঝড়। আবুধাবিতে টি-১০ লিগে মাত্র ২২ বলে ৮৪ রানের ইনিংস খেলেন ইউনিভার্সাল বস। তাঁর ইনিংসের ওপর ভর করেই মারাঠা আরাবিয়ান্সদের সহজেই হারাল টিম আবুধাবি। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৯৮ রান করে মারাঠা আরাবিয়ান্স।
গেলের সৌজন্যে মাত্র ৫.৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় টিম আবুধাবি। মাত্র ১২ বলেই অর্ধ শতরান করেন তিনি। টি-১০ ক্রিকেটের ইতিহাসে যা দ্রুততম অর্ধ শতরান। ছটি চার ও নটি ছয় মারেন তিনি।
টি -১০ লিগে প্রথমে ভাল ছন্দে ছিলেন না ক্যারেবিয়ান মহাতারকা। ছন্দে ফিরে গেল কৃতিত্ব দেন তাঁর দলের পরামর্শদাতা সঙ্গাকারাকে। তিনি বলেন, ‘‘এটা টি-১০ ক্রিকেট। এখানে প্রথম থেকেই চালিয়ে খেলতে হয়। আজ আমি প্রথম থেকেই ছন্দে ছিলাম। সঙ্গাকারা আমার ব্যাটিংয়ের ভুলগুলো শুধরে দিয়েছে। ও যে ভাবে আমায় উদ্বুদ্ধ করেছে, সেটা আমায় পুরোপুরি বদলে দিয়েছে। শেখার কোনও বয়স হয় না। সঙ্গা তুমি একজন কিংবদন্তি।’’
"We never stop learning. Sanga, you're the man, you're a legend" @henrygayle thanks Team Abu Dhabi Mentor @KumarSanga2 for his pep talk before today's game! #AbuDhabiT10 pic.twitter.com/NPsCXQJ9TJ
— T10 League (@T10League) February 3, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy