রবিবার আইপিএল অভিযান শুরুর আগে প্রস্তুতিতে উমেশ যাদব। ছবি: সুদীপ্ত ভৌমিক
গত তিন বছর কলকাতা নাইট রাইডার্স-এর জার্সিতে আইপিএলে সফল তিনি। ২০১৮ মরসুমের প্রথম ম্যাচেও তিনি নামছেন ইডেনে। তবে কেকেআর-এর জার্সিতে নয়। উমেশ যাদব এ বার খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। পুরনো দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে আনন্দবাজার-এর সামনে অকপট উমেশ।
• ভালবাসার ইডেন: ক্রিকেটার হিসেবে বরাবরই ইডেন আমার প্রিয়। প্রতিপক্ষ হিসেবে এটাই প্রথমবার নয়। এর আগে দিল্লি ডেয়ারডেভিলস-এর হয়ে ইডেনে খেলেছি। কিন্তু কেকেআর-এর জার্সিতে অনেক স্মৃতি রয়েছে। সেগুলো হয়তো মনে পড়বে।
• দর্শকের প্রশংসা: ইডেন বরাবরই ক্রিকেট ভালবাসে। ভাল ক্রিকেট খেললে ক়লকাতার দর্শক প্রশংসা করবেই। এই ম্যাচে ভাল খেলতে পারলে দর্শকের সমর্থন পেতে অসুবিধে হবে না।
• কেকেআর-এর অভিজ্ঞতা: কেকেআর-এ খেলার অভিজ্ঞতা কিছুটা সাহায্য তো করবেই। কলকাতার বিদেশি ক্রিকেটার বেশি বদল হয়নি। তাঁদের সঙ্গে খেলার অভিজ্ঞতা কাজে লাগবেই।
• গম্ভীর না কোহালি: অধিনায়ককে সাহায্য করাই একজন পেসারের কাজ। ফিল্ডিং অনুযায়ী বল করতে পারলে যে কোনও অধিনায়কের নেতৃত্বে খেলা সহজ হয়ে যায়।
• ইডেনের উইকেট: একজন পেসার হিসেবে সব সময়েই আমি পেস-সহায়ক উইকেটেই খেলতে চাইব। পরিকল্পনাগুলো কাজে লাগাতে সুবিধে হবে। গত বার থেকেই ইডেনে পেসাররা সাহায্য পাচ্ছে। এ বার উইকেট আরও ভাল হয়ে গিয়েছে।
• আইপিএল থেকে ভারতীয় দল: আইপিএল-এ ভাল খেলতে চাইছি। বাকিটা নির্বাচকদের হাতে। নিজের পারফরম্যান্সটা ধরে রাখাই মূল লক্ষ্য।
• বিরাট-প্রসঙ্গ: বিরাট জানে কাকে ওর দলে প্রয়োজন। সেই ক্রিকেটারকে আরসিবি-তেই থাকতে হবে তার কোনও মানে নেই। তবে ভারতীয় অধিনায়কের সঙ্গে খেলার সুযোগ পাব এটাই আমার কাছে বড় প্রেরণা। ওর নেতৃত্বে খেলার অনুভূতিটাই অন্য রকম।
• দলের বোঝাপড়া: ব্যাটিংয়ের জন্য বরাবরই আরসিবি প্রশংসিত। এবার দলের বোলিংটাও শক্তিশালী হয়ে গিয়েছে। যুজবেন্দ্র চহাল, ওয়াশিংটন সুন্দর ছাড়াও দলে নেথান কুল্টার-নাইল-এর মতো শক্তিশালী পেসার রয়েছে। এ মরসুমে আমাদের জেতার সুযোগ অনেকটাই বেড়ে গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy