ব্যাটে, বলে সফল আন্দ্রে রাসেল। ছবি: টুইটার থেকে
টি২০ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে, বলে সফল আন্দ্রে রাসেল। ঝড় তুললেন এভিন লুইসও। তাঁদের দাপটে প্রথম ম্যাচে প্রায় দাঁড়াতেই পারলেন না কুইন্টন ডি’ককরা।
প্রথমে ব্যাট করতে নেমে ১৬০ রান করে দক্ষিণ আফ্রিকা। রাসি ভ্যান ডার দুসেনের ৩৮ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস না থাকলে আরও লজ্জায় পড়তে হত প্রোটিয়াবাহিনীকে। ডি’কক করেন ২৪ বলে ৩৭ রান। তাঁকে ফিরিয়ে দেন রাসেল। ২০ বলে ২২ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। ২টি করে উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের ফ্যাবিয়ান অ্যালেন এবং ডোয়েন ব্র্যাভো।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন লুইস এবং আন্দ্রে ফ্লেচার। ৭ ওভারে ৮৫ রান করে ফেলেন দুই ওপেনার। ফ্লেচার (১৯ বলে ৩০ রান) ফিরলেও ক্রিস গেলকে (২৪ বলে ৩২ রান) সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন লুইস (৩৫ বলে ৭১ রান)। শেষ পর্বে এসে ১২ বলে ২৩ রান করে ১৫ ওভারেই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসে ১৫টি ছয় মারেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা, তার মধ্যে ৭টি মেরেছেন লুইস একাই। ম্যাচের সেরা তিনিই। রবিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ।
The CG Insurance Player of the Match for the 1st CG Insurance T20I. An innings to remember.🔥 #WIvSA #MissionMaroon pic.twitter.com/CnumWEEdAq
— Windies Cricket (@windiescricket) June 26, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy