রজার ফেডেরার। ছবি: রয়টার্স
হেরে ইউরো কাপ থেকে বিদায় নিলেও সকলের মন জয় করে নিয়েছে সুইৎজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালে গোলরক্ষক ইয়ান সমারের লড়াইয়ে মুগ্ধ সে দেশের টেনিস তারকা রজার ফেডেরার। দলের খেলা দেখে বিশ্বকাপেও সুইসদের ভাল খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে অবাক করে দিয়েছিল সুইৎজারল্যান্ড। শুক্রবার স্পেনের বিরুদ্ধে পেনাল্টিতে গিয়ে হারতে হয় তাদের। সেই লড়াই দেখে মুগ্ধ ফেডেরার লেখেন, “দারুণ খেলল সমাররা। বিশ্বকাপের জন্য অপেক্ষা করছি। স্পেনও খুব ভাল খেলেছে।”
উইম্বলডন খেলতে ব্যস্ত ফেডেরার। তার মাঝেই চোখ রেখেছেন ইউরো কাপে। তবে নিজের দেশের ফুটবল দলকে দেখে তাঁর মন এখন ফুটবল বিশ্বকাপের অপেক্ষায়।
সব চেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে উইম্বলডনের তৃতীয় পর্বে ফেডেরার। পরের মাসে ৪০ বছর বয়স হবে তাঁর। তবে এখনও ছন্দ ধরে রেখেছেন। এ বারের উইম্বলডনেও সেই ঝলক নজরে পড়ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy