বাতিল হচ্ছে না মানে-দের খেলা। ছবি রয়টার্স
ব্রিটেনে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। তবে আয়োজকরা জানিয়ে দিয়েছেন, লিগ সাময়িক ভাবে স্থগিত রাখার কোনও ভাবনাচিন্তা তাদের নেই। সূচি মেনেই আগামী ম্যাচগুলি খেলা হবে।
এক বিবৃতিতে ইপিএলের তরফে জানানো হয়েছে, ব্রিটিশ সরকারের সমর্থন নিয়েই তাদের এই সিদ্ধান্ত। তাদের দাবি, কোভিড-১৯ রুখতে যে প্রোটোকল রয়েছে এবং জৈব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা যথেষ্ট শক্তিশালী।
সম্প্রতি টটেনহ্যাম হটস্পার বনাম ফুলহ্যাম এবং ম্যাঞ্চেস্টার সিটি বনাম এভারটনের ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। ফুলহ্যামের তরফে আয়োজকদের অনুরোধ করা হয় ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্যে। ফুটবলার, সাপোর্ট স্টাফ এবং বাকিদের স্বাস্থ্য এবং নিরাপত্তার কথা ভেবেই এই দুটি ম্যাচ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইপিএল।
তারা এ-ও জানিয়েছে, পরে ফাঁকা সময় দেখে এই দুটি ম্যাচ ফের আয়োজন করা হবে।
আরও খবর: ফের ড্র, বছর শেষে লিগ শীর্ষেই লিভারপুল
আরও খবর: করোনা ভুলে অনুশীলনে সিটি, নতুন বছর শুরু চেলসির বিরুদ্ধে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy