২৮ বছরের লকইয়ার যে সময় অজ্ঞান হয়ে যান, তাঁর পাশে কেউ ছিলেন না। ছবি: টুইটার।
ফুটবল খেলতে গিয়ে মাঠেই জ্ঞান হারালেন ইংল্যান্ডের এক ফুটবলার। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে খেলার সময় লিউটন টাউনের অধিনায়ক টম লকইয়ার অজ্ঞান হয়ে যান। ১২ মিনিট খেলা হওয়ার পর মাঠেই পড়ে গিয়েছিলেন তিনি। চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনাল ছিল লুটন এবং কোভেন্ট্রি সিটির মধ্যে। সেই ম্যাচেই শনিবার অসুস্থ হয়ে পড়েন লকইয়ার। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
২৮ বছরের লকইয়ার যে সময় অজ্ঞান হয়ে যান, তাঁর পাশে কেউ ছিলেন না। তাঁকে ধাক্কাও দেননি কেউ। লুটনের দল পেনাল্টিতে ম্যাচ জিতে নেয়। পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে লিউটন টাউন। দলের কোচ রব এডওয়ার্ডস বলেন, “লকইয়ার ভাল আছে। হাসপাতালেই রয়েছে এখন। বেশ কিছু পরীক্ষা করা হবে। সেরা চিকিৎসকরাই দেখছেন ওকে। আমরাও যোগাযোগ রেখেছি। রোজ কথা হচ্ছে লকইয়ারের সঙ্গে। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে ওকে।”
১৯৯২ সালের পর লুটন টাউন আবার প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করল। তারাই প্রথম ক্লাব, যারা লিগ স্তরের বাইরে চলে যাওয়ার পরেও প্রিমিয়ার লিগে ফিরে এল। ন’বছরের মধ্যে এই উন্নতি করল লিউটন। প্রিমিয়ার লিগের সব থেকে ছোট মাঠ হবে তাদের স্টেডিয়াম। মাত্র ১০ হাজার লোক ধরে কেনিলওর্থ রোডের মাঠে। আগামী মরসুমের আগে ক্লাবের তরফে ১০২ কোটি টাকা খরচ করবে তারা। খুব তাড়াতাড়ি সেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন ক্লাবের সিইও অ্যাডাম সুইট। ন্যাশানল লিগ (পঞ্চম ডিভিশন) থেকে লিউটনের হয়ে খেলা মিডফিল্ডার পেলি রুডক পাঞ্জু বলেন, “অস্বাভাবিক একটা যাত্রা। আগামী দিনে আমাদের মাঠে এসে আর্সেনাল, চেলসি, ম্যাঞ্চেস্টার সিটির মতো দল এসে খেলবে। খুব ভাল একটা মরসুম আসতে চলেছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy