ম্যাথুজের ব্যাট ভাঙলেন উড। ফাইল ছবি
আগুনে পেস বোধহয় একেই বলে। বৃহস্পতিবার মার্ক উড সেটাই দেখালেন। ইংরেজ পেসারের ১৪৭ কিমি গতিবেগে করা বলে ভেঙে দু’টুকরো হয়ে গেল শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাট।
এদিন শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনে এই ঘটনা ঘটেছে। ম্যাচের দশম ওভার চলছিল। প্রথম ওভার বল করতে এসেই আগুন ঝরাচ্ছিলেন উড। ওভারের চারটে বলই ঘণ্টায় ৯০ মাইলের উপরে ছিল। পঞ্চম ডেলিভারিটি এসে আছড়ে পড়ে ম্যাথুজের ব্যাটে।
ম্যাথুজ ডিফেন্ড করতে গিয়েছিলেন। কিন্তু বল ব্যাটে লাগা মাত্র সেটি দু’ভাগে ভেঙে যায়। দুটি টুকরো ধরে হাসতে দেখা যায় ম্যাথুজকে। উড-সহ বাকি ইংরেজ ক্রিকেটাররাও হাসছিলেন। কেউ কেউ এসে উডের পিঠ চাপড়ে দেন।
Seemed a harmless ball to break Angelo's bat into 2 #SLvsENG #AngeloMathews pic.twitter.com/3xcsmLTwDB
— Kartik Kannan (@kartik_kannan) January 14, 2021
প্রথম টেস্টের শুরুতেই বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। ১১ ওভারের মধ্যে ২৫ রানে ৩ উইকেট হারায় তারা। দুরন্ত বোলিং করছিলেন স্টুয়ার্ট ব্রড। শেষে ম্যাথুজ এবং দীনেশ চন্ডীমল এসে লঙ্কার পতন বাঁচান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy