১৭ বল বাকি থাকতেই বাজিমাত ইংল্যান্ডের। ছক্কা হাঁকিয়ে দলকে ফাইনালে তুলে দিলেন বাটলার। সোধির ২২ রানের ওভারেই ১৫৩ রান ছুয়ে ফেলেছিলেন রুটরা। তাই ১৮তম ওভারের একটি বলই কাজে লাগল। প্রথমে ব্যাট করে ১৫৩ রানই তুলতে পেরেছিল গ্রুপের সব ম্যাচ জিতে আসা নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি কোনও ব্যাটসম্যানই। একাই ৩ উইকেট নেন স্টোকস। নিউজিল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান ৪৬ করেন মুনরো। জবাবে ব্যাট করতে এসে প্রথম থেকেই নিউজিল্যান্ড বোলাররা ম্যাচের কন্ট্রোল নিজেদের দখলে রাখতে পারেননি। মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যকে ছাপিয়ে যায় ইংল্যান্ড। ৪৪ বলে ৭৮ রানের ইনিংস খেলে আউট হন জেসন রয়। বাকিরা সহজেই দলকে টেনে নিয়ে যান জয়ের দিকে। নিউজিল্যান্ডের হয়ে জোড়া উইকেট নেন সোধি।
• ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড।
• সাঁতনারের ১৮তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে জয়ের রান তুলে নিল ইংল্যান্ড। যদিও দরকার ছিল ১ রান।
• ১৭ ওভারে ইংল্যান্ড ১৫৩/৩।
• সোধির ওভারে রুটের জোড়া বাউন্ডারি ও বাটলারের জোড়া ওভার বাউন্ডাতিই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল।
• ১৬ ওভারে ইংল্যান্ড ১৩১/৩।
• ১৫ ওভারে ইংল্যান্ড ১২৪/৩।
• ১৪ ওভারে ইংল্যান্ড ১২১/৩।
• আবারও সেই সোধির বলে এলবিডব্লু ইওন মর্গ্যান। খাতা খোলার আগেই ফিরতে হল প্যাভেলিয়নে।
• সোধির বলে বোল্ড হলেন জেসন রয়। ৪৪ বলে তিনি করেন ৭৮ রান।
• ১৩ ওভারে জোড়া উইকেট পতন ইংল্যান্ডের।
• ১২ ওভারে ইংল্যান্ড ১১০/১।
• রুটের বাউন্ডারি।
• ১১ ওভারে ইংল্যান্ড ১০৩/১।
• ১০ ওভারে ইংল্যান্ড ৯৮/১।
• ইলিয়টের বলে ছক্কা হাঁকালেন রয়।
• ৯ ওভারে ইংল্যান্ড ৮৮/১।
• সাঁতনারের বলে মুনরোকে ক্যাচ দিয়ে ২০ রান করে প্যাভেলিয়নে ফিরলেন অ্যালেক্স হেলস।
• আউট...
• ৮ ওভারে ইংল্যান্ড ৭৯/০।
• ২০ রানে ব্যাট করছেন অ্যালেক্স হেলস।
• জেসন রয়ের ২৯ বলে ৫৬ রান।
• ৭ ওভারে ইংল্যান্ড ৭৫/০।
• ৬ ওভারে ইংল্যান্ড ৬৭/০।
• ৫ ওভারে ইংল্যান্ড ৬০/০।
• প্রতি ওভারেই বাউন্ডারি ওভার বাউন্ডারির ঝড় উঠেছে।
• ৪ ওভারে ইংল্যান্ড ৪৯/০।
• দ্বিতীয় ওভারেরই অ্যাকশন রিপ্লে দেখা গেল তৃতীয় ওভা্রে। চার, ছয়ের দৌলতে উঠল ১৩ রান।
• ৩ ওভারে ইংল্যান্ড ৩৬/০।
• ম্যাকক্লেনাঘানের ওভারে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সৌজন্যে দ্বিতীয় ওভারে ১৩ রান তুলল ইংল্যান্ড।
• ২ ওভারে ইংল্যান্ড ২৩/০।
• ১ ওভারে ইংল্যান্ড ১৬/০।
• অ্যান্ডারসনকে পর পর বাউন্ডারি জেসন রয়ের।
• প্রথম ওভারেই বাউন্ডারির বন্যা।
• ইংল্যান্ডের ব্যাটিং শুরু।
ইংল্যান্ডের সামনে ১৫৪ রানের টার্গেট রাখল নিউজিল্যান্ড। টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফিরোজ শাহ কোটলায় আজ মুখোমুখি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। বিশ্বকাপে এখনও অনেকটাই এগিয়ে কিউইরা। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেই সেমিফাইনাল খেলতে নামছে তারা। এমন অবস্থায় সেমিফাইনাল জিতে ফাইনাল যাওয়া দিকে অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ড। অন্যদিকে, ইংল্যান্ডের সামনে নিউজিল্যান্ডকে হারানোর চ্যালেঞ্জ। টস জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
• ২০ ওভারে নিউজিল্যান্ড ১৫৩/৮।
• শেষ বলে রান আউট ম্যাক ক্লেনাঘান। করলেন মাত্র ১ রান।
• স্টোকসের বলে মাত্র ৭ রান করে জর্ডনকে ক্যাচ দিয়ে ফিরলেন সাঁতনার।
• আউট...
• ১৮ ওভারে নিউজিল্যান্ড ১৪১/৪।
• হ্যাটট্রিকের সামনে স্টোকস।
• স্টোকসের বলে জর্ডনকে ক্যাচ দিয়ে আউট অ্যান্ডারসন।
• আউট...
• স্টোকসের বলে উইলিকে ক্যাচ দিয়ে এবার আউট রোচ।
• আউট...
• ১৭ ওভারে নিউজিল্যান্ড ১৩৬/৪।
• জর্ডনের বলে মর্গ্যানকে ক্যাচ দিয়ে ৬ রান করে আউট হলেন টেলর।
• আউট...
• ১৬ ওভারে নিউজিল্যান্ড ১৩৩/৩।
• প্লাঙ্কেটকে অ্যান্ডারসনের ওভার বাউন্ডারি।
• ১৫ ওভারে নিউজিল্যান্ড ১২১/৩।
• ১৫ ওভারের শেষ বলে রশিদকে অ্যান্ডারসনের বাউন্ডারি।
• ১৪ ওভারে নিউজিল্যান্ড ১১১/৩।
• ব্যাট করছেন কোরে অ্যান্ডারসন ও রস টেলর।
• ৩২ বলে ৫৬ রান করলেন মুনরো। ্অল্পের জন্য মিস হল হাফ সে়ঞ্চুরি।
• প্লাঙ্কেটের বলে মুনরোকে ক্যাচ দিয়ে ৪৬ রান করে আউট হলেন মুনরো।
• আউট...
• ১৩ ওভারে নিউজিল্যান্ড ১০৬/২।
• ১২ ওভারে নিউজিল্যান্ড ৯৯/২।
• রশিদকে মুনরোর বাউন্ডারি।
• ১১ ওভারে নিউজিল্যান্ড ৯২/২।
• মুনরোর সঙ্গে ব্যাট করতে এলেন কোরে অ্যান্ডারসন।
• ২৮ বলে ৩২ রান করলেন কেন উইলিয়ামসন।
• মইন আলির বলে তাঁকেই ক্যাচ দিয়ে ৩২ রান করে ফিরলেন উইলিয়ামসন।
• আউট...
• ১০ ওভারে নিউজিল্যান্ড ৮৯/১।
• স্টোকসের ওভার মুনরোর জোড়া বাউন্ডারি।
• ৯ ওভারে নিউজিল্যান্ড ৭৮/১।
• রশিদকে উইলিয়ামসনের বাউন্ডারি।
• রশিদকে মুনরোর ছক্কা। ম্যাচের দ্বিতীয় ওভার বাউন্ডারি।
• ৮ ওভারে নিউজিল্যান্ড ৬৬/১।
• ১৭ রানে ব্যাট করছেন উইলিয়ামসন ও ১৯ রানে মুনরো।
• স্টোকসকে উইলিয়াসনের ওভার বাউন্ডারি। ম্যাচের প্রথম ছক্কা এল অষ্টম ওভারে।
• ৭ ওভারে নিউজিল্যান্ড ৫৫/১।
• সপ্তম ওভারে কিছুটা মেক আপ করল ইংল্যান্ড। মাত্র ৪ রান দিলেন রশিদ।
• ৬ ওভারে নিউজিল্যান্ড ৫১/১।
• প্লাঙ্কেটের এই ওভারে এল ১৪ রান।
• ষষ্ঠ ওভারে বাউন্ডারির হ্যাটট্রিক মুনরোর।
• ৫ ওভারে নিউজিল্যান্ড ৩৮/১।
• প্রতি ওভারেই আসছে বাউন্ডারি। এবার জর্ডনকে উইলিয়ামসন।
• ৪ ওভারে নিউজিল্যান্ড ৩১/১।
• প্লাঙ্কেটকে উইলিয়ামসনের বাউন্ডারি।
• উইলিয়ামসনের ক্যাচ ফেললেন রশিদ।
• ৩ ওভারে নিউজিল্যান্ড ২৩/১।
• মুনরো এসেই উইলিকে বাউন্ডারি হাঁকালেন।
• তৃতীয় ওভারের প্রথম বলেই ফিরলেন গাপ্তিল।
• উইলির বলে বাটলারকে ক্যাচ দিয়ে ১৫ রান করে আউট মার্টিন গাপ্তিল।
• আউট.....
• ২ ওভারে নিউজিল্যান্ড ১৭/০।
• আবার গাপ্তিলের বাউন্ডারি। এবার জর্ডনকে।
• বল করতে এসেছেন ক্রিস জর্ডন।
• ১ ওভারে নিউজিল্যান্ড ১১/০।
• উইলির প্রথম বলেই গাপ্তিলের বাউন্ডারি।
• ইংল্যান্ডের হয়ে বল করছেন ডেভিড উইলি।
• ব্যাট করতে এসেছেন মার্টিন গাপ্তিল ও কেন উইলিয়ামসন।
• খেলা শুরু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy