Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

লুধিয়ানায় কোচ, যান-বিভ্রাটে ইস্টবেঙ্গলের ফুটবলারেরা

দিল্লির রাস্তায় যানজটে আটকে পড়ায় নির্ধারিত সময়ে ট্রেন ধরতে পারেননি ইস্টবেঙ্গল ফুটবলারেরা। শেষ পর্যন্ত তিন ঘণ্টা রাস্তায় অপেক্ষা করে বসে থাকতে হয় পুরো দলকে।

দিল্লির রাস্তায় যানজটে আটকে পড়ায় নির্ধারিত সময়ে ট্রেন ধরতে পারেননি ইস্টবেঙ্গল ফুটবলারেরা।

দিল্লির রাস্তায় যানজটে আটকে পড়ায় নির্ধারিত সময়ে ট্রেন ধরতে পারেননি ইস্টবেঙ্গল ফুটবলারেরা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ০৬:৩১
Share: Save:

কোচ আলেসান্দ্রো মেনেন্দেস সাংবাদিক সম্মেলন করবেন বলে দোভাষী, ম্যানেজারদের নিয়ে লুধিয়ানা পৌঁছে গিয়েছিলেন শুক্রবার দুপুরেই। কিন্তু ইস্টবেঙ্গলের বাকিদের দিল্লিতে আটকে থাকতে হল বিমান এবং ট্রেন বিভ্রাটে।

দিল্লির রাস্তায় যানজটে আটকে পড়ায় নির্ধারিত সময়ে ট্রেন ধরতে পারেননি ইস্টবেঙ্গল ফুটবলারেরা। শেষ পর্যন্ত তিন ঘণ্টা রাস্তায় অপেক্ষা করে বসে থাকতে হয় পুরো দলকে। রাত আটটা নাগাদ একটি বাস ভাড়া করে আনা হয়। তারপর পঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচ খেলতে রওনা হন খাইমে কোলাদোরা। রাতে খোঁজ নিয়ে জানা গেল, পরিস্থিতি যা তাতে হোটেলে পৌঁছতে রাত তিনটে হয়ে যাবে। পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলা সময় দুপুর দু’টোয়। অর্থাৎ ম্যাচের তেরো ঘণ্টা আগে বাইরের মাঠের ম্যাচ খেলতে পৌঁছবেন কাশিম আইদারারা।

পরপর ম্যাচ বলে শুক্রবার সকালে অনুশীলনে ছুটি দিয়েছিলেন আলেসান্দ্রো। স্পেনীয় কোচ বিমানে আগেই চলে যান লুধিয়ানায়। কিন্তু ফুটবলারদের সূচি ছিল অন্য। দিল্লি থেকে ট্রেনে করে অভিষেক আম্বেকরদের যাওয়ার কথা ছিল পঞ্জাবে। দমদম বিমানবন্দর থেকে সকাল দশটার বদলে বিমান ছাড়ে পঁয়তাল্লিশ মিনিট দেরিতে। দিল্লি পৌঁছে কাছাকাছি একটি হোটেলে খেতে যান সামাদ আলি মল্লিক, পিন্টু মাহাতোরা। তারপর তারা রওনা হন স্টেশনের দিকে। বিকেল সাড়ে চারটেয় শতাব্দী এক্সপ্রেসে পুরো দলের টিকিট কাটা ছিল। বাসের জন্য অপেক্ষায় থাকা দলের সহকারী কোচ বাস্তব রায় দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘প্রচন্ড যানজট ছিল। ফলে আমরা স্টেশনে পৌঁছনোর আগেই ট্রেন ছেড়ে দেয়। বাধ্য হয়ে বাসের ব্যবস্থা করতে হয়। যা অবস্থা, তাতে লুধিয়ানা পৌঁছতে বেশি রাত হয়ে যাবে মনে হচ্ছে। কিছু করার নেই।’’

এমনিতেই রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে হারতে হারতে ম্যাচ ড্র করেছিল ইস্টবেঙ্গল। দীর্ঘ বাস যাত্রার ক্লান্তিতে ফুটবলাররা কতটা শারীরিক সক্ষমতা নিয়ে পঞ্জাবের বিরুদ্ধে আজ দুপুরে নামতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ক্লাবের অন্দরেই। আলেসান্দ্রো অবশ্য বললেন, ‘‘আমরা প্রথম ম্যাচের মতোই প্রস্তুতি নিয়ে নামছি।’’

অন্য বিষয়গুলি:

Football I League East Bengal Minerva Punjab FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy