প্রতীকী ছবি ফাইল চিত্র
কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এবার এগিয়ে এল শ্রী সিমেন্ট। তাদের অক্সিজেন তৈরির যে কারখানাগুলি আছে তাঁর পুরোটাই কোভিডে আক্রান্ত রোগীদের সাহায্যে কাজে লাগাচ্ছে তারা। দেশে বাড়তে থাকা অক্সিজেনের সঙ্কট নিয়ে উদ্বিগ্ন শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। তাদের রাজস্থান, কর্নাটক, বিহার, ওড়িশা ও ছত্তীসগঢ়ের কারখানাগুলিতে পুরো দমে অক্সিজেন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
শুধু নতুন ভাবে অক্সিজেন তৈরি করা নয়, বিনামূল্যে সিলিন্ডারে অক্সিজেন ভরে দেওয়ার কাজ চলছে পুরোদমে। শ্রী সিমেন্টের তরফ থেকে বিবৃতি দিয়ে জানান হয়েছে, ‘‘অক্সিজেনের ঘাটতি মেটাতে গোটা ভারতের বিভিন্ন হাসপাতালে আমরা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছি। রাজস্থান, কর্নাটক, বিহার, ওড়িশা ও ছত্তীসগঢ়ের কারখানাগুলিতে এই অক্সিজেন তৈরি করা হচ্ছে। এছাড়াও বিনামূল্যে খালি সিলিন্ডারে অক্সিজেন ভরে দেওয়া হচ্ছে।’’
গত মরসুমেই ইস্টবেঙ্গলে বিনিয়োগ করেছে শ্রী সিমেন্ট। মঙ্গলবার টুইটারে এই খবর প্রকাশ করে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল। গত বছরেও রাজস্থানের পালি জেলার এক হাসপাতালে কোভিড ওয়ার্ড তৈরি করে দিয়েছিল শ্রী সিমেন্ট।
🚨The battle against #COVID19 has to be won together. As part of the drive, @shreecementltd is leaving no stone unturned in its bid to ensure its oxygen plants are running at 100% capacity when it is needed more than ever. 🚨
— SC East Bengal (@sc_eastbengal) April 27, 2021
If not now, when? #CovidHelp #WeAreOne #WeAreSCEB 😷 pic.twitter.com/RI8njKXjN7
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy