বিরাট কোহালি ও কেন উইলিয়ামসন। টেস্ট সিরিজ শেষ হওযার পর। ক্রাইস্টচার্চে সোমবার। ছবি: এএফপি।
গত আট বছরে এই প্রথম বার টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা ও অপমান হজম করতে হল ভারতকে। তবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-০ জেতার কাজটা সহজ ছিল না বলে জানালেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর মতে, স্কোরবোর্ড মোটেই তুলে ধরছে না সিরিজের প্রকৃত ছবি।
হ্যাগলি ওভালে ভারতকে দ্বিতীয় টেস্টে সাত উইকেটে হারানোর পর উইলিয়ামসন বলেছেন, “এটা অসাধারণ অনুভূতি। তবে ম্যাচে যে কতটা লড়াই হয়েছে তা কিন্তু ফলাফলে প্রতিফলিত হচ্ছে না। কত বার যে বল ব্যাটকে পরাস্ত করেছে! ভারত বিশ্বমানের দল। তাই ওদেরকে হারানোর তৃপ্তিই আলাদা।” ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ও ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের বাইশ গজ নিয়ে উইলিয়ামসন বলেছেন, “দুই টেস্টেই পিচ ছিল সহায়ক। বোলারদের সঠিক জায়গায় বল রাখতে হচ্ছিল। তবে পুরো ম্যাচ জুড়েই পিচ ভাল ছিল।”
রবিবার নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে তিনি আউট হওয়ার পর বিরাট কোহালির অঙ্গভঙ্গি নিয়ে ক্রিকেটমহলে চলছে চর্চা। কোহালির ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। স্বয়ং উইলিয়ামসন যদিও গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেছেন, “বিরাট এমনই। ও মাঠে খুব আবেগপ্রবণ। এটা নিয়ে জলঘোলা করার কোনও মানে হয় না।”
আরও পড়ুন: টেস্ট হেরে সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন বিরাট
আরও পড়ুন: নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশ, তীব্র ধিক্কার সোশ্যাল মিডিয়ায়
I know MOS will only give to individual performances
— Captain Kane (@SteadyTheShip) March 2, 2020
But you consider captaincy also as an individual performance Kane Williamson surely deserves MOS of this test series
Those bowling rotations & field settings are just mind boggling
His tactics are 🔥#NZvIND #INDvNZ pic.twitter.com/LfyDiuoI6I
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy