ঐতিহাসিক: সেই ছবি। ডনের বাড়িতে তাঁর জন্মদিনে সচিন। ছবি: টুইটার
শুক্রবার ছিল কিংবদন্তি স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানের ১১২তম জন্মদিন। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ককে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বিশ্ব ক্রিকেটের আর এক কিংবদন্তি সচিন তেন্ডুলকর।
১৯৪৮ সালে ব্র্যাডম্যান শেষ টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে। ৫২ টেস্টে তাঁর মোট রান ছিল ৬৯৯৬। রানের গড় ৯৯.৯৪। সেঞ্চুরি ২৯। বৃহস্পতিবার সচিন তেন্ডুলকর টুইট করেছেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ব্যাট-বলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল না স্যর ডন ব্র্যাডম্যানের। তবুও টেস্টে ওঁর ব্যাটিং গড় সর্বোচ্চ।”
১৯৯৮ সালে ৯০তম জন্মদিনে স্যর ডনের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন সচিন। যাঁর খেলা দেখে নিজের ব্যাটিংয়ের সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন ক্রিকেট কিংবদন্তি। সচিন আরও টুইট করেন, “আজ খেলাধুলোর সঙ্গে অনেকটা সময় বিচ্ছিন্ন থাকার ফলে যখন অ্যাথলিটদের ছন্দপতন হওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়েছে, তখন তাঁর সেই পরিসংখ্যান সকলের কাছে বড় অনুপ্রেরণা হতে পারে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy