Advertisement
০৮ নভেম্বর ২০২৪
MS Dhoni

MS Dhoni: অবসরের পরেও ভারতীয় দলকে সাহায্য করে চলেছেন ধোনি

ধোনির চেন্নাই সুপার কিংস দলে খেলেই নিজেকে তৈরি করেছেন তিনি।

ধোনির পাওয়ার প্লে বোলার কে?

ধোনির পাওয়ার প্লে বোলার কে? —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২১ ১০:২৮
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনি এখন ভারতের প্রাক্তন ক্রিকেটার। তবে তিনি এখনও যেন সবার অলক্ষ্যে থেকে সাহায্য করে চলেছেন ভারতীয় দলকে। দীপক চহার, টি২০ ক্রিকেটে অন্যতম নির্ভরযোগ্য বোলার। ধোনির চেন্নাই সুপার কিংস দলে খেলেই নিজেকে তৈরি করেছেন চহার।

ভারতীয় ক্রিকেটে এখন একাধিক জোরে বোলার। তবে প্রত্যেকেই যেন একে অপরের থেকে আলাদা। চহার বলেন, “আমার স্বপ্ন ছিল ধোনির দলে খেলা। ওর অধিনায়কত্বে অনেক কিছু শিখেছি। ধোনি আমাকে দায়িত্ব নিতে শিখিয়েছে। আমার খেলার উন্নতি হয়েছে ওর সাহায্যে। চেন্নাই দলে একমাত্র আমি পাওয়ার প্লে-তে ৩ ওভার বল করি। ধোনির জন্যই সেটা সম্ভব হয়েছে। ও আমাকে পাওয়ার প্লে বোলার বলে।”

টি২০ ক্রিকেটে পাওয়ার প্লে-তে বল করা বেশ কঠিন। ব্যাটসম্যানরা প্রথম ৬ ওভারেই রানের গতি বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে চহার ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে ওঠেন। তিনি যেমন রান আটকে রাখেন, তেমনই উইকেটও তুলে নিতে পারেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা পেতে পারেন চহার।

অন্য বিষয়গুলি:

CSK MS Dhoni Deepak Chahar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE