Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Dean Jones

প্রয়াত ডিন জোন্সকে শ্রদ্ধা জানানো হল মেলবোর্নে

গত সেপ্টেম্বরে মুম্বইয়ে ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জোন্স।

স্টাম্পের গায়ে ডিন জোন্সের ব্যাট। এ ভাবেই শ্রদ্ধা জানানো হল প্রয়াত ক্রিকেটারকে। ছবি টুইটার থেকে নেওয়া।

স্টাম্পের গায়ে ডিন জোন্সের ব্যাট। এ ভাবেই শ্রদ্ধা জানানো হল প্রয়াত ক্রিকেটারকে। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৪:৩৪
Share: Save:

বক্সিং ডে টেস্টের প্রথম দিন শ্রদ্ধা জানানো হল প্রয়াত ডিন জোন্সকে

মৃত্যুর সাড়ে তিন মাসেরও বেশি সময় পর মেলবোর্নে, নিজের ঘরের মাঠে তাঁকে শ্রদ্ধা জানালেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন অ্যালান বর্ডার, প্রয়াত জোন্সের স্ত্রী-কন্যারা।

চা বিরতিতে জোন্সের স্ত্রী জেন, দুই কন্যা অগাস্টা ও ফোয়েবে মেলবোর্ন ক্রিকেট মাঠের মাঝখানে আসেন। সঙ্গে করে নিয়ে যান জোন্সের ব্যাগি গ্রিন টুপি, সানগ্লাস ও কোকাবুরা টুপি। সেগুলো স্টাম্পের গায়ে হেলান দিয়ে রাখা হয়। পরে, দুই দলের দুই দ্বাদশ ব্যক্তি লোকেশ রাহুল ও জেমস প্যাটিনসন সেগুলো নিয়ে এসে বাউন্ডারির কাছাকাছি একটি আসনে রেখে দেন। মাঠে উপস্থিত ৩০ হাজার দর্শকের প্রশংসা কুড়োয় এই উদ্যোগ।

আরও পড়ুন: ১৯৫ রানে শেষ অস্ট্রেলিয়া, জবাবে ময়াঙ্ককে হারিয়ে ভারতের সংগ্রহ ৩৬​

আরও পড়ুন: দৌড়তে সমস্যা হচ্ছে, ওয়ার্নারকে নিয়ে তৃতীয় টেস্টেও থাকছে অনিশ্চয়তা​

গত সেপ্টেম্বরে মুম্বইয়ে ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জোন্স। তিনি তখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাভাষ্য দিচ্ছিলেন। শেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন ব্রেট লি। সেই লি ফক্স স্পোর্টসে বলেন, “অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচ চলাকালীন শ্রদ্ধা জানানো একেবারে ঠিক হয়েছে। ভারতেও জোন্স প্রচুর ভালবাসা পেয়েছেন।”

অন্য বিষয়গুলি:

Dean Jones Boxing Day Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE