Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
Asian Games

এশিয়াডে ইতিহাস, এক দিনে ১৫টি পদক জিতল ভারত, এ বারের গেমসে পদকের হাফসেঞ্চুরি

এ দিন শুধু অ্যাথলেটিক্স থেকেই এল ন’টি পদক। তাছাড়া ব্যাডমিন্টন, বক্সিং, গল্‌ফ থেকেও পদক জিতেছেন ভারতের ক্রীড়াবিদেরা। দিনের শুরুটা করেছিলেন অদিতি অশোক। গল্‌ফে রুপো পান তিনি।

harmilan

মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে রুপো জিতেছেন হারমিলান বাইন্স। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৩ ২২:১৮
Share: Save:

ইতিহাস তৈরি করলেন ভারতের ক্রীড়াবিদেরা। এশিয়ান গেমসে এক দিনে এর আগে এত পদক কখনও জেতেনি ভারত। ২০১০ সালের এশিয়ান গেমসে এক দিনে ১১টি পদক জিতেছিল তারা। সেই রেকর্ড ভেঙে গেল রবিবার। এ দিন শুধু অ্যাথলেটিক্স থেকেই এল ন’টি পদক। তাছাড়া ব্যাডমিন্টন, বক্সিং, গল্‌ফ থেকেও পদক জিতেছেন ভারতের ক্রীড়াবিদেরা। দিনের শুরুটা করেছিলেন অদিতি অশোক। গল্‌ফে রুপো পান তিনি। এর পর একে একে শুটিং, বক্সিং, অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টন থেকে পদক পেল ভারত। রবিবার তিনটি সোনা জিতেছে তারা। এর মধ্যে অ্যাথলেটিক্স থেকেই এসেছে দু’টি সোনা। ৩০০০ মিটার স্টিপলচেজ়ে ভারতকে সোনা এনে দেন অবিনাশ সাবলে। কিছু ক্ষণের মধ্যেই শটপাটে সোনা জেতেন তেজিন্দার তুর। অন্য সোনাটি এসেছে শুটিংয়ে। এ বারের এশিয়ান গেমসে ভারত শুটিং থেকে বিরাট সাফল্য পেয়েছে। ভারতীয় শুটারদের জয় জয়কার গোটা এশিয়ান গেমস জুড়েই। এ দিনই সব শুটিং ইভেন্ট শেষ হল। শেষ দিনেও নিরাশ করলেন না ভারতের শুটারেরা। দেখে নেওয়া যাক এশিয়ান গেমসের অষ্টম দিনে কোন কোন খেলায় ভারতীয় ক্রীড়াবিদেরা সাফল্য পেলেন। রবিবার পর্যন্ত ৫৩টি পদক জিতেছে ভারত।

অ্যাথলেটিক্স

এশিয়ান গেমসে সোনা জয় অবিনাশ সাবলের। ৩০০০ মিটার স্টিপলচেজ়ে সোনা জিতলেন তিনি। এ বারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত। ৮ মিনিট ১৯.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেন অবিনাশ। এশিয়ান গেমসে রেকর্ড গড়লেন তিনি। অবিনাশ রবিবার হারিয়ে দিলেন জাপানের রিয়োমা আওকিকে। তিনি রুপো পেয়েছেন। ব্রোঞ্জও পেয়েছে জাপান। সেইয়া সুনাডা তৃতীয় হয়েছেন। তাঁদের অনেকটাই পিছনে ফেলে দেন ভারতের অবিনাশ। দ্বিতীয় জনের সঙ্গে প্রায় চার সেকেন্ডের তফাৎ ছিল তাঁর।

অ্যাথলেটিক্সে দ্বিতীয় সোনা আসে তেজিন্দার পাল তুরের হাত ধরে। গত বারের বিজয়ী যে এ বারেও পদক এনে দেবেন, তেমন আশা ছিল ভারতের। ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুড়ে দেশকে এ বারের গেমস থেকে ১৩তম সোনা এনে দিলেন তিনি। পুরুষদের শট পাটে তেজিন্দারকে নিয়ে ভাল কিছুর আশা ছিল ক্রীড়াপ্রেমীদের। তিনি হতাশ করলেন না। গত এশিয়ান গেমসের মতো এ বারেও দেশকে সোনা দিলেন। রবিবারের লড়াইয়ের শুরুতে কিছুটা পিছিয়ে ছিলেন তেজিন্দার। সেরা ফর্মে দেখা যাচ্ছিল না তাঁকে। প্রথম পাঁচটি প্রচেষ্টার তিনটিতেই ফাউল করেন। ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টায় ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুড়ে সোনা জিতে নিলেন তিনি। তেজিন্দার দেশকে পদক দিলেও পারলেন না শাহিব সিংহ। একই ইভেন্টে তিনি ১৮.৬২ মিটার দূরত্বে শট পাট ছুড়ে অষ্টম স্থানে শেষ করলেন।

gfx

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এ দিন ভারতের জ্যোতি ইয়ারাজি কোন পদক জিতেছেন, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। প্রথমে মনে করা হয়েছিল মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পেয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত জানা যায় যে, তিনি রুপো পেয়েছেন। কয়েক মিনিটের ব্যবধানে পদকের রং বদলে গেল জ্যোতির। দৌড়ে তৃতীয় স্থানে শেষ করেও রুপো পেলেন তিনি। ১০০ মিটার হার্ডলসে চিনের ইয়ানিই ছিলেন সেরা বাজি। তিনি দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন। কিন্তু ইয়ানিকে বাতিল করে দেওয়ায় তৃতীয় স্থানে শেষ করা জ্যোতি রুপো পেয়ে যান।

এ ছাড়াও ছেলেদের লং জাম্পে রুপো পেয়েছেন মুরলী শ্রীশংকর। মেয়েদের হেপ্টাথেলনে ভারতকে পদক এনে দেন নন্দিনী আগাসারা। তিনি ব্রোঞ্জ পেয়েছেন। পাঁচ বছর আগে এশিয়ান গেমসের হেপ্টাথলনে দাঁতের অসহ্য ব্যথা উপেক্ষা করে সোনা ছিনিয়ে এনেছিলেন জলপাইগুড়ির স্বপ্না বর্মণ। জাকার্তায় তুলে ধরেছিলেন ভারতের জাতীয় পতাকা। চলতি এশিয়ান গেমসে একটুর জন্য পদক হাতছাড়া হল তাঁর। ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জিতেছেন ৪০ বছরের সীমা পুনিয়া। মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে রুপো জিতেছেন হারমিলান বাইন্স। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে রুপো এবং ব্রোঞ্জ ভারতের। অজয় কুমার সারোজ এবং জিনসন জনসন যথাক্রমে এই পদক পেয়েছেন।

শুটিং

রবিবারের ভারতের প্রথম সোনা যদিও আসে শুটিংয়ে। পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্ট থেকে দেশকে সোনা দেন কিনান দারিয়াস, জ়োরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজ। গেমস রেকর্ড করেছেন তাঁরা। শুটিংয়ে এ বারে সাতটি সোনা জিতেছে ভারত। ৩৬১ পয়েন্ট তুলে সোনা জিতেছে ভারতীয় দল। দ্বিতীয় রাউন্ডের পর কিছুটা পিছিয়ে পড়েছিল ভারত। পরে তিন রাউন্ডে ভাল পারফরম্যান্স করে সোনা ছিনিয়ে নিয়েছেন দারিয়াসেরা। দ্বিতীয় স্থানে শেষ করেছে কুয়েত। তাদের পয়েন্ট ৩৫৯। ব্রোঞ্জজয়ী চিনের পয়েন্ট ৩৫৪।

মেয়েদের দলগত ট্র্যাপ ইভেন্টেও রুপো জিতেছে ভারত। ছেলেদের ট্র্যাপ ইভেন্টে ব্রোঞ্জ এনে দেন কিনান।

ব্যাডমিন্টন

পুরুষদের দলগত বিভাগে সোনা জয়ের আশা ছিল ভারতের। কিন্তু রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। চোটের জন্যে রবিবার সকালে ছিটকে গিয়েছিলেন এইচএস প্রণয়। পরের দিকে ছিটকে যান ডাবলস খেলোয়াড় এমআর অর্জুন। তা সত্ত্বেও ব্যাডমিন্টনে পুরুষদের দলগত বিভাগে ২-০ এগিয়ে গিয়েছিল ভারত। তৃতীয় ম্যাচে কিদম্বি শ্রীকান্ত হারতেই সব শেষ। পরের দুই সিঙ্গলস খেলোয়াড় উড়ে গেলেন। ২-৩ ব্যবধানে চিনের কাছে হেরে রুপো পেল ভারত। নিশ্চিত সোনা হাতছাড়া হল ভারতের। তবে এই প্রথম পুরুষদের ডাবলসে রুপো পেল ভারত। লক্ষ্য সেন প্রথম ম্যাচে শি ইউকিকে হারান ২২-২০, ১৪-২১, ২১-১৮ গেমে। পরের ম্যাচে ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ২১-১৫, ২১-১৮ হারান ওয়েইকেং লিয়ান এবং চাং ওয়াং জুটিকে। পরের ম্যাচ ছিল শ্রীকান্তের। সেটি জিতলেই সোনা জিতত ভারত। প্রণয় না থাকায় ভরসা ছিল শ্রীকান্তের উপরেই। কিন্তু তিনি লি শিফেংয়ের কাছে ২২-২৪, ৯-২১ হারতেই ভারতের আশা শেষ হয়ে যায়। কারণ পরের দু’টি ম্যাচে চিনকে পাল্লা দেওয়ার মতো খেলোয়াড় ছিল না ভারতের।

গল্‌ফ

ভারতের প্রথম মহিলা গল্ফ খেলোয়াড় হিসাবে এশিয়ান গেমসে পদক জয়ের নজির গড়লেন অদিতি অশোক। শেষটা ভাল করতে পারলেন না অদিতি। তৃতীয় রাউন্ডের শেষে অনেকটাই এগিয়ে ছিলেন তিনি। কিন্তু রবিবার ঠিক মতো শট মারতে পারলেন না। মাঝামাঝি সময় থেকেই পিছিয়ে পড়তে শুরু করেন। একটা সময় তাঁকে ছাপিয়ে যান তাইল্যান্ডের প্রতিপক্ষ। শেষ পর্যন্ত আর তাঁকে টপকাতে পারেননি। দু’শট পিছিয়ে থেকে প্রতিযোগিতা শেষ করেন অদিতি। অদিতি খেলেছেন মোট ২৬৭টি শট। তাইল্যান্ডের ইয়োবোল অর্পিচায়া খেলা শেষ করতে নিয়েছেন ২৬৫টি শট। ফলে সোনার আশা পারলেন না অদিতি। ব্যক্তিগত ইভেন্টে রুপো পেলেন তিনি। তাতেও প্রথম ভারতীয় হিসাবে নজির গড়লেন অদিতি।

বক্সিং

নিখাত জারিন রবিবার সেমিফাইনালে হেরে যান। ৫০ কেজি বিভাগে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

হকি

এশিয়ান গেমসে ভারতের মেয়েদের হকি দল এখনও অপরাজিত। প্রথম দু’টি ম্যাচ জিতলেও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ড্র করল তারা। এক সময় পিছিয়ে ছিলেন সবিতা পুনিয়ারা। ৪৪ মিনিটে গোল করে ম্যাচ ড্র করেন নবনীত কৌর।

অন্য বিষয়গুলি:

Asian Games Athletics Shooting boxing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy