আরসিবি-র জার্সিতে এই বছর আইপিএলে দেখা যাবে না স্টেনকে। —ফাইল চিত্র।
এই বছরের আইপিএলে নেই ডেল স্টেন। নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকতে চাইছেন বলেই এই সিদ্ধান্ত প্রোটিয়া জোরেবোলারের।
স্টেন টুইট করেছেন, ‘সবাইকে জানাতে চাইছি যে এই বছরের আইপিএলে আরসিবি-র হয়ে আমি খেলছি না। তবে তার মানে এটা নয় যে অন্য কোনও দলের হয়ে আইপিএলে খেলব। সেই সময়টায় ছুটি নিচ্ছি। আরসিবি-কে ধন্যবাদ। আর আমি কিন্তু মোটেই অবসর নিচ্ছি না।’
Cricket tweet 🏏
— Dale Steyn (@DaleSteyn62) January 2, 2021
Just a short message to let everyone know that I’ve made myself unavailable for RCB at this years IPL, I’m also not planning on playing for another team, just taking some time off during that period.
Thank you to RCB for understanding.
No I’m not retired. 🤙
আরও এক টুইটে স্টেন জানিয়েছেন যে আইপিএল না খেললেও তিনি বিশ্বের অন্য লিগে অংশ নেবেন। তবে ভালবাসার ক্রিকেট খেলার পাশাপাশি অন্য ভাবনাও রয়েছে তাঁর। সেই সুযোগ যাতে পান সেদিকেও নজর থাকছে স্টেনের। এবং এই টুইটেও তিনি জানিয়ে দিয়েছেন যে অবসরের কোনও ভাবনা তাঁর নেই।
I will be playing in other leagues, nicely spaced out to give myself a opportunity to do something’s I’ve been excited about as well as continue to play the game I love so much.
— Dale Steyn (@DaleSteyn62) January 2, 2021
NO, I’m NOT retired. 😉
Here’s to a great 2021 🤙
আরও খবর: রোহিত সহ ৫ ক্রিকেটার আইসোলেশনে, তদন্ত শুরু
আরও খবর: ৩টি ব্লকেজ আর্টারিতে, সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি হল, স্টেন্ট বসছে
গত বছর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্টেন। এই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি উইকেট তাঁরই। তিনি নিয়েছেন ৪৩৯ উইকেট। আইসিসির দশকসেরা টেস্ট দলেও তিনি রয়েছেন। তবে গত বছরের আইপিএল মোটেই ভাল যায়নি তাঁর। খেলেছিলেন মোটে ৩ ম্যাচ। নিয়েছিলেন ১ উইকেট। সামগ্রিক ভাবে আইপিএলে স্টেনের পারফরম্যান্স খারাপ নয়। ৯৫ ম্যাচে তিনি নিয়েছেন ৯৭ উইকেট। এর মধ্যে ২০১৩ মরসুমে তিনি নেন ১৯ উইকেট। ক্রিকেট মাঠে স্টেনকে শেষ বার দেখা গিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগে। সেখানে তিনি ক্যান্ডি টাস্কার্স দলের হয়ে খেলেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy