আম্পায়ার ইয়ান গুল্ডের জন্য সচিন তেন্ডুলকরের উইকেট পাননি। বিস্ফোরক অভিযোগ আনলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেন। তাঁর মতে, ২০১০ সালে গ্বালিয়রে ডাবল সেঞ্চুরির আগে তিনি পরিষ্কার আউট করেছিলেন মুম্বইকরকে। তবে তাঁর এই দাবি নিয়ে উঠছে বিতর্ক। কারণ, পরিসংখ্যান অন্য কথা বলছে।
এক দিনের ক্রিকেটে সেটাই ছিল কোনও ব্যাটসম্যানের প্রথম দ্বিশতরান। তার আগে কেউ এই কীর্তি গড়তে পারেননি। সচিনই প্রথম, যিনি ৫০ ওভারের ক্রিকেটে দুশো রানের গণ্ডি পেরিয়েছিলেন। কিন্তু স্টেনের দাবি, সচিন যখন ডাবল সেঞ্চুরির ঠিক আগে ব্যাট করছিলেন, তখন পরিষ্কার আউট ছিলেন। কিন্তু দর্শক হাঙ্গামার ভয়ে আম্পায়ার ইয়ান গুল্ড আঙুল তুলতে পারেননি।
আরও পড়ুন: হরভজনকে মারতে টিম ইন্ডিয়ার হোটেলে ধাওয়া করেছিলেন শোয়েব!
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ অসম্ভব, জানিয়ে দিলেন সৌরভ
স্কাই স্পোর্টসের পডকাস্টে জেমস অ্যান্ডারসনকে গ্বালিয়র ওয়ানডে নিয়ে স্টেন বলেছেন, “এক দিনের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিল সচিন তেন্ডুলকর। যা ছিল আমাদের বিরুদ্ধে। আর আমার মনে আছে যে ১৯০-এর ঘরে থাকাকালীন ওকে এলবিডব্লিউ করেছিলাম। ইয়ান গুল্ড ছিলেন আম্পায়ার, যিনি আউট দেননি। আমি তো জিজ্ঞাসাই করে ফেললাম যে, কেন আউট দিলেন না? এটা তো একেবারেই পরিষ্কার আউট ছিল। উনি বললেন, এক বার তাকিয়ে দেখো। আমি যদি আউট দিই, তা হলে আর হোটেলে ফিরতে পারব না।”
পরিসংখ্যান যদিও অন্য কথা জানাচ্ছে। সেই ইনিংসে সচিন ৩১ বল খেলেছিলেন স্টেনের। তার মধ্যে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন ওঠেনি এক বারও। ১৯০-এর ঘরে সচিন যখন ছিলেন, তখন তাঁকে তিনটি বল করেছিলেন স্টেন। আর তিনটিই ব্যাটে খেলেছিলেন সচিন। স্টেনের যে ৩১ বল খেলেছিলেন লিটল চ্যাম্পিয়ন, তার কোনওটিতেই জোরালো দাবি ওঠেনি লেগ বিফোর উইকেটের।