কার্টলে অ্যামব্রোজ ফাইল ছবি
বিশ্ব টেস্ট ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। বিভিন্ন ক্রিকেটার ভারতের হারের খুঁজে বের করেছেন। এবার সেই কাজ করলেন কার্টলে অ্যামব্রোজও।
বৃষ্টিতে দু’দিন ভেস্তে গেলেও হার আটকাতে পারেনি ভারত। চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা।
অ্যামব্রোজ বলেছেন, “আইসিসি-র গত ৬-৭টা প্রতিযোগিতায় ভারত ফাইনাল বা সেমিফাইনালে হেরে গিয়েছে। আমি ভাবছি কেন এরকম হচ্ছে। কারণ, ওরা যথেষ্ট সফল দল। কিন্তু বড় প্রতিযোগিতা এলেই ওরা ধারাবাহিক ভাবে ব্যর্থ হয়।”
Post @ICC WTC Final reflections with Tim Southee, Tom Latham and Henry Nicholls at the Hampshire Bowl. #WTC21 pic.twitter.com/1QKUal53wj
— BLACKCAPS (@BLACKCAPS) June 30, 2021
অ্যামব্রোজের সংযোজন, “ওদের কি নিজেদের পরিকল্পনা বদলাতে হবে নাকি অকারণে বড় প্রতিযোগিতায় নিজেদের চাপে ফেলা বন্ধ করতে হবে? যদি সেটা হয় তাহলে ভুল। প্রাক্তন ক্রিকেটার হিসেবে আমি বলতে পারি, সফল হওয়ার জন্য যে যে জায়গায় উন্নতি দরকার, সেটা করা হোক।”
শেষ বার ভারতের জেতা কোনও আইসিসি ট্রফি হল ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ২০১৪ টি২০ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হেরেছে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy