রোহিত শর্মা। ফাইল ছবি
আইপিএল-এর সব থেকে সফল অধিনায়ক রোহিত শর্মা। আট বার নেতৃত্ব দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সকে। এর মধ্যে পাঁচবারই দলকে খেতাব জিতিয়েছেন। জাতীয় দলের নিয়মিত সদস্য না হওয়া সত্ত্বেও ২০১৩ সালে তাঁকে অধিনায়ক বেছে নিয়েছিল মুম্বই। তবে তারও আগে তাঁকে কেনার সুযোগ হেলায় হারিয়েছিল চেন্নাই সুপার কিংস।
২০১১ সালে মুম্বইয়ে যোগ দিয়েছিলেন রোহিত। তখনকার সময়ে ৯.২ কোটি টাকা দিয়ে তাঁকে কেনা হয়েছিল। আইপিএল-এ তখনও ছাপ ফেলতে না পারলেও রোহিতের প্রতিভায় মুগ্ধ ছিল মুম্বই। সেই নিলামের আগে এক ভক্ত চেন্নাইকে অনুরোধ করেছিলেন রোহিতকে নেওয়ার জন্য। চেন্নাইয়ের টুইটার অ্যাকাউন্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নিলামে রোহিতের জন্য ঝাঁপাবে না তারা।
সেই সিদ্ধান্ত যে মারাত্মক ভুল ছিল, সেটা এতদিন পরে টের পাওয়া গিয়েছে। হঠাৎ করেই নেটমাধ্যমে চেন্নাইয়ের ওই পুরনো টুইট ভেসে উঠেছে। তারপরেই সেই টুইট নিয়ে চেন্নাইকে ট্রোল করতে শুরু করেছেন নেটাগরিকরা। কারণ, রোহিত এখন শুধু সফলতম অধিনায়কই নন, ব্যাটসম্যান হিসেবেও বাকিদের থেকে অনেক এগিয়ে।
@arunkumar_n no. csk will not bid for rohit sharma.
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) January 8, 2011
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy