ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাঞ্চেস্টার সিটিতে যাচ্ছেন। এমনটাই দাবি করছেন পর্তুগিজ সাংবাদিক গোনসালো লোপেজ। বৃহস্পতিবার টুইট করে জানালেন তিনি।
রোনাল্ডো ইটালির দল ছেড়ে ইংল্যান্ডে যেতে পারেন বলে শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরে। পর্তুগিজ তারকার এজেন্ট ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে কথা বলছিলেন বলেও জানা গিয়েছিল। লোপেজ বৃহস্পতিবার টুইট করে লেখেন, ‘রোনাল্ডো ম্যাঞ্চেস্টার সিটিতে। চুক্তি হয়ে গিয়েছে।’
জুভেন্টাসের সঙ্গে এখনও চুক্তি রয়েছে রোনাল্ডোর। সেই চুক্তি শেষ হওয়ার আগেই দল বদল করলে জুভেন্টাস পাবে ২৪ মিলিয়ন ইউরো। জানা গিয়েছে সেই অর্থ দিতে রাজি নয় সিটি। একটি সূত্রের দাবি রোনাল্ডোকে দলে নিয়ে, বদলে রাহিম স্টারলিং বা গ্যাব্রিয়াল জেসুসকে দিতেও রাজি আছে সিটি।
Ronaldo e Manchester City. Done deal ✔️
— Gonçalo Lopes (@_GoncaloLopes) August 26, 2021
এখনও অবধি রোনাল্ডো বা সিটি, কোনও পক্ষই এই চুক্তির কথা স্বীকার করেনি। রোনাল্ডোর ভক্তরা অপেক্ষায় রয়েছেন সেই ঘোষণার। একই মরসুমে লিয়োনেল মেসি এবং রোনাল্ডোর দলবদল দেখতে পারে ফুটবল বিশ্ব।
হ্যারি কেনকে নেওয়ার জন্য মুখিয়ে ছিল ম্যাঞ্চেস্টার সিটি। তা হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তবে রোনাল্ডোকে দলে পেলে সেই আক্ষেপ মিটবে।