চহালের নজর হরিয়ানায়। ফাইল ছবি
আইপিএল-এ ভাল খেলার পরেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেললেও তাঁকে নিলামে তুলে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত কয়েক মাসে যুজবেন্দ্র চহালের জীবন এ রকমই ঘটনাবহুল। তবে এই স্পিনার বেশি দূরের দিকে তাকাতে চাইছেন না। মনে দুঃখ থাকলেও তাঁর নজর ভাল ক্রিকেট খেলার দিকে।
আরসিবি-র ছেড়ে দেওয়ার প্রসঙ্গে চহাল বলেছেন, “আটটা বছর দুর্দান্ত খেললাম। অনেক স্মৃতি রয়েছে। সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। আমার ক্রিকেট কেরিয়ারে আইপিএল-এর ভূমিকা অসামান্য। তবে পরের আইপিএল অনেক দূরে। তাই এখন রাজ্য দল নিয়ে ভাবছি। বিজয় হজারে ট্রফিতে হরিয়ানার হয়ে ভাল খেলাই লক্ষ্য।” প্রসঙ্গত, আরসিবি-র হয়ে ১১৩টি ম্যাচ খেলে ১৩৯টি উইকেট নিয়েছেন চহাল। তিনিই দলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী।
বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ার হতাশা গোপন করেননি চহাল। বলেছেন, “আইপিএল এবং শ্রীলঙ্কা সিরিজে ভাল খেলেছিলাম। তাই বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়া হতাশাজনক। বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার পর থেকেই ওই দলে সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে ছিলাম। তবে এটাই ক্রীড়াবিদদের জীবন। পরিবারের সমর্থনে হতাশা কাটিয়ে উঠেছি।”
বিরাট কোহলীর অধীনে টি-টোয়েন্টি জাতীয় দলে খেলেছেন। নিউজিল্যান্ড সিরিজে তাঁকে রোহিত শর্মার অধীনে খেলতে হয়েছে। নতুন নেতাকে নিয়েও উত্তেজিত চহাল। বলেছেন, “বিরাট ভাইয়ের সময় ভাল খেলেছি। রোহিত ভাইয়ের অধীনেও ভাল ফল করতে মুখিয়ে রয়েছি। ভারত ‘এ’ দলে থাকার সময় রাহুল দ্রাবিড়ের অধীনে খেলেছি। উনি অসাধারণ কোচ।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy