Advertisement
২২ জানুয়ারি ২০২৫
WPL 2023

১০ ক্রিকেটার: মহিলাদের আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দাম পেলেন যাঁরা

সোমবার ঐতিহাসিক দিন হয়ে থাকল। ভারতের প্রথম বার মহিলাদের টি-টোয়েন্টি লিগের নিলাম হল। সেই নিলামে মোট ২০ জন ক্রিকেটার কোটিপতি হলেন।

smriti mandhana

মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে বেশি দাম পেলেন স্মৃতি মন্ধানা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৮
Share: Save:

শেষ হয়েছে মহিলাদের আইপিএলের নিলাম। রাতারাতি অনেক ক্রিকেটার কোটিপতি হয়ে গিয়েছেন। কয়েক বছর আগেও ভারতে মহিলাদের ক্রিকেট নিয়ে এত মাতামাতি ছিল না। কিন্তু সোমবার ঐতিহাসিক দিন হয়ে থাকল। ভারতের প্রথম বার মহিলাদের টি-টোয়েন্টি লিগের নিলাম হল। সেই নিলামে মোট ২০ জন ক্রিকেটার কোটিপতি হলেন। ছেলেদের বিচারে টাকার অঙ্ক অনেক কম হলেও মহিলা ক্রিকেটারদের কাছে নেহাত ফেলে দেওয়ার মতো নয়। অঙ্কের বিচারে প্রথম দশ ক্রিকেটারের নাম তুলে আনল আনন্দবাজার অনলাইন:

স্মৃতি মন্ধানা (বেঙ্গালুরু, ৩.৪০ কোটি): চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রবিবার খেলতে পারেননি। কিন্তু এই ফরম্যাটে তাঁর আগ্রাসী, মারকুটে ব্যাটিংয়ের চাহিদা মারাত্মক। নিলামের টেবিলেও স্মৃতিকে নিয়ে ঝড় দেখা গেল। বেঙ্গালুরু এবং মুম্বইয়ের মধ্যে লড়াইয়ের পর শেষ হাসি বেঙ্গালুরুর।

অ্যাশলে গার্ডনার (গুজরাত, ৩.২০ কোটি): অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে মারকুটে বলেই পরিচিত। টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ১৩৩। স্বাভাবিক ভাবেই তাঁকে নিতে শেষ পর্যন্ত লড়েছে গুজরাত।

ন্যাট শিভার (মুম্বই, ৩.২০ কোটি): ইংল্যান্ডের এই ক্রিকেটার আন্তর্জাতিক টি২০-তে একশোরও বেশি ম্যাচ খেলেছেন। বল, ব্যাট দুটোরই হাত ভাল। তাঁকে তুলে নিয়েছে মুম্বই।

দীপ্তি শর্মা (লখনউ, ২.৬০ কোটি): নিজের জন্মের রাজ্য উত্তর প্রদেশের দলের হয়ে খেলতে পারবেন। ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত সদস্য। বিশ্বকাপেও রয়েছেন।

জেমাইমা রদ্রিগেস (দিল্লি, ২.২০ কোটি): কয়েক ঘণ্টা পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে দেশকে ম্যাচ জিতিয়েছেন। জেমাইমা আইপিএলেও বড় ‘রান’ করলেন। দিল্লি শেষ পর্যন্ত লড়ে তাঁকে কিনে নিল দু’কোটিরও বেশি দামে।

বেথ মুনি (গুজরাত, ২ কোটি): ইনিও অস্ট্রেলিয়ার। তিন নম্বরে নেমে দারুণ খেলতে পারেন। টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম ধারাবাহিক ক্রিকেটার। একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।

শেফালি বর্মা (দিল্লি, ২ কোটি): ভারতের হয়ে ওপেন করতে নামেন। চালিয়ে খেলার কারণে সুনাম রয়েছে। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন। ডব্লিউপিএলেও ওপেন করার সম্ভাবনা রয়েছে।

পূজা বস্ত্রকর (মুম্বই, ১.৯০ কোটি): বল, ব্যাট দুটোই করতে পারেন। সংক্ষিপ্ততম ফরম্যাটে অলরাউন্ডারদের চাহিদা এমনিই বেশি। ভারতীয় দলেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে মুম্বই টাকা খরচ করতে দেরি করেনি।

রিচা ঘোষ (বেঙ্গালুরু, ১.৯০ কোটি): বাংলার ক্রিকেটার আগের দিনই পাকিস্তানের বিরুদ্ধে দারুণ খেলে দলকে জিতিয়েছেন। জেমাইমার পাশাপাশি পরের দিকে নেমে তাঁর মারা পাঁচটি বাউন্ডারি দলকে জেতাতে সাহায্য করেছেন। তিনিও সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে এসেছেন।

সোফি এক্লেস্টোন (ইউপি ওয়ারিয়র্স, ১.৮০ কোটি): অলরাউন্ডার হিসাবে খ্যাতি রয়েছেন। ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য এ বার ডব্লিউপিএলেও নিজের দক্ষতা দেখাতে মরিয়া।

অন্য বিষয়গুলি:

WPL 2023 Women's IPL Smriti Mandhana Deepti Sharma Richa Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy