টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের মহিলা দল এখন রয়েছে দক্ষিণ আফ্রিকায়। সেখানেই টিভিতে চোখ স্মৃতি, হরমনদের। ফাইল ছবি
আগের দিনই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলে উঠেছেন। জিতেছেন রুদ্ধশ্বাস উত্তেজনার লড়াই। সেই ঘোর কাটার আগেই সকালে উঠে টিভির সামনে বসে পড়েছিলেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মারা। ডব্লিউপিএলের নিলামে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন মহিলা ক্রিকেটাররা। ভারতের মহিলা ক্রিকেট আগে এই জিনিস দেখেনি।
এত দিন আইপিএলের নিলাম নিয়ে উন্মাদনা থাকত। গত বছর মেগা নিলাম হয়েছিল। এ বছর মিনি নিলামেও উৎসাহ ছিল তুঙ্গে। মিনি নিলাম দেখেছে অতীতের সব নজির ভেঙে যাওয়া। দেখা গিয়েছে স্যাম কারেনকে সাড়ে ১৮ কোটি টাকায় বিক্রি হতে। সেই জিনিস দেখা মহিলাদের ক্রিকেটেও। উন্মাদনা মহিলাদের ক্রিকেট নিয়ে।
Wholesome content alert! 🫶🏼 The first ever #WPL player @mandhana_smriti and her team-mates reacting to her signing with RCB 😃 pic.twitter.com/gzRLSllFl2
— JioCinema (@JioCinema) February 13, 2023
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের মহিলা দল এখন রয়েছে দক্ষিণ আফ্রিকায়। সকালেই টিভির সামনে বসে পড়েছিল ভারতীয় দল। স্মৃতি আবার জাতীয় দলের জার্সি পরেই বসেছিলেন। নিলামে প্রথমেই ওঠে তাঁর নাম। এর পর কাড়াকাড়ি পড়ে যায় তাঁকে নিয়ে। বিভিন্ন দলই স্মৃতিকে নিতে চাইছিল। শেষ হাসি হাসে বেঙ্গালুরু। বিরাট কোহলির দল স্মৃতিকে কিনে নেয় ৩ কোটি ৪০ লক্ষ টাকায়। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ার সময়েই স্মৃতি নিয়ে নাচানাচি করছিলেন সতীর্থরা। বিক্রি হতেই স্মৃতিকে নিয়ে তাঁরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
কিছু ক্ষণ পরেই আসে অধিনায়ক হরমনপ্রীতের নাম। তিনি অবশ্য স্মৃতির থেকে বেশ কিছু কম দামই পেয়েছেন। কিন্তু ১ কোটি ৮০ লক্ষ টাকায় বিক্রি হওয়া হরমনপ্রীতকে নিয়েও উচ্ছ্বাস ছিল তুঙ্গে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy