মহিলা আইপিএলে প্রথম বার হ্যাটট্রিক দেখা গেল। উচ্ছ্বাস ইসি উওংয়ের। ছবি: টুইটার
গত ৪ মার্চ শুরু হয়েছিল মহিলাদের প্রিমিয়ার লিগ। প্রতিযোগিতার ১৭তম দিন এবং ২১তম ম্যাচে প্রথম হ্যাটট্রিক দেখা গেল। মুম্বই ইন্ডিয়ান্সের বোলার ইসি উওং প্রতিযোগিতার ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করলেন। তাঁর বোলিংয়ের দাপটে সহজেই ফাইনালে উঠে গেল ডব্লিউপিএলের অন্যতম সেরা ছন্দে থাকা দল মুম্বই। আগামী রবিবার ব্রেবোর্ন স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের।
এ দিন ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে এলিমিনেটর খেলতে নেমেছিল মুম্বই। ম্যাচটি ৭২ রানে জিতল তারা। ইউপির ব্যাটিংয়ের ১৩তম ওভারে উওং হ্যাটট্রিক করেন। দ্বিতীয় বলে তিনি আউট করেন কিরণ নবগিরেকে। তার আগে পর্যন্ত ভালই খেলছিলেন নবগিরে। ২৬ বলে ৪৩ রান করে ফেলেছিলেন। উওংয়ের বল ডিপ মিড উইকেটের উপর দিয়ে চালিয়েছিলেন। ক্যাচ ধরেন ন্যাট শিভার ব্রান্ট।
তৃতীয় বলে ফেরেন সিমরন শেখ। লেগ স্টাম্পে ক্রস সিম ইয়র্কার ফেলেছিলেন উওং। সিমরন বুঝতেই পারেননি। চতুর্থ বলে ফেরেন সোফি একলেস্টোন। সেই সঙ্গেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়ে ফেলেন উওং। আবার ইয়র্কার ফেলেছিলেন। একলেস্টোনের ব্যাটে লেগে বল উইকেট ভেঙে দেয়।
𝙁𝙄𝙍𝙎𝙏 𝙃𝘼𝙏-𝙏𝙍𝙄𝘾𝙆 𝙀𝙑𝙀𝙍 𝙄𝙉 #𝙏𝘼𝙏𝘼𝙒𝙋𝙇 🔥
— Women's Premier League (WPL) (@wplt20) March 24, 2023
Take a bow Issy Wong 🫡
Follow the match ▶️ https://t.co/QnFsPlkrAG#Eliminator | #MIvUPW pic.twitter.com/n3ZKFaxNvP
ইউপি ব্যাট করতে নামার আগেই মুম্বইয়ের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৮২ তোলে তারা। ৯টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩৮ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন ন্যাট। শুরুটা ভাল করেন যস্তিকা ভাটিয়া (২১) এবং হিলি ম্যাথুজ (২৬)। পরের দিকে নেমে চালিয়ে খেলেন মেলি কেরও (২৯)।
জবাবে শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকে ইউপি। কিরণ বাদে কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। গ্যালারিতে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্ক। তাঁর স্ত্রী অ্যালিসা হিলি চূড়ান্ত ব্যর্থ। ওপেন করতে নেমে অবদান ৬ বলে ১১। ইউপির ইনিংস ১৪ বল বাকি থাকতে ১১০ রানেই শেষ হয়ে যায়। উওং ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy