ভুল করলেন আম্পায়ার
ওভার চলাকালীন বলের সংখ্যা গুনতেই ভুলে গেলেন আম্পায়ার। যার জেরে একটি ওভারে ছ’টির বদলে সাত বল করে ফেললেন বোলার। অভূতপূর্ব এই ঘটনা ঘটেছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ম্যাচে।
উল্লেখযোগ্য ব্যাপার, এই ওভারে কোনও নো বল বা ওয়াইড হয়নি। সাতটি ডেলিভারিই ছিল বৈধ। কিন্তু আম্পায়ারের ভুলের কারণেই একটি অতিরিক্ত বল করে ফেলেন পাকিস্তানের জোরে বোলার। তবে এখনও পর্যন্ত ওই ঘটনা নিয়ে মুখ খোলেনি আইসিসি। আম্পায়ারকে কোনও শাস্তিও দেওয়া হয়নি।
Legal 7 ball over… 😲 What’s happening?#PAKvSA #CWC22 pic.twitter.com/V3Y8GpF2Aq
— ಒಬ್ಬಟ್ಟು | O ₿ ₿ A T T U 🔑 (@7cr0re) March 11, 2022
ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৭তম ওভার চলাকালীন। বল করছিলেন পাকিস্তানের ওমাইমা সোহেল। ব্যাট করছিলেন সুনে লুস এবং লরা উলভার্ট। ওভারের প্রথম পাঁচটি বলে সাত রান হয়। ষষ্ঠ বলে লুসকে ক্যাচ আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ করার পর প্রাণ ফিরে পান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এখানেই হয় গন্ডগোল। ওমাইমা সেই ওভারে আরও একটি বল করেন, যেটি লং-অনে ঠেলে দিয়ে এক রান নেন লুস।
ম্যাচটিতে মাত্র ৬ রানে হেরে যায় পাকিস্তান। তবে ওমাইমার সপ্তম বলে হওয়া রানটি না হলে হারের ব্যবধান আর এক রান কম হত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy