ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া নির্দেশ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র একটি ম্যাচের জন্যই পরিবারকে নিয়ে যেতে পারবেন ক্রিকেটারেরা। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার পরিবার। দুবাইয়ের গ্যালারিতে দেখা গিয়েছে রোহিতের স্ত্রী রীতিকা সজদে ও কন্যা সামাইরাকে।
দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগে দেখা যায় রীতিকা ও সামাইরাকে। ভারতীয় দলের বাস স্টেডিয়ামে ঢোকার পরে ঢোকেন তাঁরা। তাঁদের স্টেডিয়ামে ঢোকার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। খেলা চলাকালীন গ্যালারিতে দেখা গিয়েছে তাঁদের। পাকিস্তানের উইকেট পড়ার পরে হাসিমুখে উল্লাস করতে দেখা যায় রীতিকা-সামাইরাকে।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাওস্কর ট্রফি হারার পর কড়া নির্দেশিকা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। যদি ৪৫ দিন বা তার বেশি দিনের বিদেশ সফর হয় তা হলে দু’সপ্তাহের জন্য পরিবারকে নিয়ে যাওয়া যাবে। কিন্তু তার কম বিদেশ সফর হলে পরিবার সঙ্গে নিয়ে যাওয়া যাবে না।
সেই নিয়মে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিবার নিয়ে যাওয়ার নিয়ম নেই। কারণ, এই প্রতিযোগিতা তিন সপ্তাহের। কিন্তু ক্রিকেটারেরা আবেদন করার পরে একটু নরম হয়েছে বোর্ড। জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচের জন্যই পরিবারকে নিয়ে যেতে পারবেন ক্রিকেটারেরা। পরিবারের যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ ক্রিকেটারদেরই দিতে হবে। রোহিত কি তা হলে ভারত-পাকিস্তান ম্যাচকেই বেছে নিলেন পরিবারকে নিয়ে যাওয়ার জন্য? ছবি সেই কথাই বলছে।