দর্শকশূন্য মাঠে অস্ট্রেলিয়ার এক দিনের ম্যাচ। ফাইল চিত্র
গত কয়েক দিন ধরেই এক দিনের ক্রিকেট নিয়ে বিশ্বজুড়ে তর্কবিতর্ক চলছে। এক দিনের ক্রিকেট রাখা উচিত কি না, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সেই তালিকায় যোগ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা। আধুনিক ক্রিকেটবিশ্বে এক দিনের ক্রিকেটের প্রাসঙ্গিকতা নিয়ে তিনিও প্রশ্ন তুলেছেন। জানিয়েছেন, যে ক্রিকেট দেখার জন্য তিন ঘণ্টা যথেষ্ট, সেই ক্রিকেটের জন্য কেন লোকে সাত ঘণ্টা ব্যয় করবে? ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচারকারী ওয়েবসাইটে মুখ খুলেছেন জাডেজা। বলেছেন, “এক দিনের ক্রিকেট আসার সময় কম টেস্ট খেলা হত। কারণ এক দিনের ফরম্যাট ক্রিকেটার, সম্প্রচারকারী এবং সংস্থার পক্ষে লাভজনক ছিল। সম্প্রচারকারী চ্যানেলের একটা বড় ভূমিকা ছিল। খেয়াল করলে দেখতে পাবেন, যখন যে ফরম্যাটে বেশি টাকায় সম্প্রচার স্বত্ব বিক্রি হয়, তখন সেটি বেশি জনপ্রিয় হয়। আগে এক দিনের ক্রিকেটে সম্প্রচার স্বত্বের দাম বেশি ছিল। টি-টোয়েন্টি এসে যাওয়ার পর সেই ফরম্যাটে সম্প্রচার স্বত্বের দাম বেশি। ফলে এক দিনের ক্রিকেট কম খেলা হচ্ছে। তিন ঘণ্টায় যেখানে কোনও খেলা শেষ হয়ে যায়, সেখানে সাত ঘণ্টা কেন লোকে ক্রিকেট দেখবে?”
জাডেজার মতে, টেস্ট ক্রিকেট চিরকাল থেকে যাবে। নিজের যুক্তির সপক্ষে বলেছেন, “দেখলেই বুঝতে পারবেন, ভারত আগে যে পরিমাণ টেস্ট খেলত, এখন তার থেকে ২০-৩০টা টেস্ট বেশি খেলে। ফলে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা সে ভাবে কমেনি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy