আইপিএলের আসন্ন নিলামের জন্য নাম লিখিয়েছেন দেশ-বিদেশের ১৫৭৪ জন ক্রিকেটার। তবে আগামী ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডার নিলামে সকলের নাম ডাকা হবে না। কত জনের নাম শেষ পর্যন্ত নিলামের তালিকায় থাকবে, সব কিছু খতিয়ে দেখে তা প্রকাশ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত বছর আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন ১১৬৬ জন ক্রিকেটার। নিলামের চূড়ান্ত তালিকায় শেষ পর্যন্ত জায়গা পেয়েছিলেন ৩৩৩ জন। আবার ২০২২ সালের পূর্ণ নিলামে নাম নথিভুক্ত করিয়েছিলেন ১২১৪ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ৬০০ জন। অর্থাৎ, নাম নথিভুক্ত করা মানেই আইপিএলের নিলামে সুযোগ পাওয়া নিশ্চিত নয়।
নিয়ম অনুযায়ী, ১০ টি দল তাদের পছন্দের বা প্রয়োজনীয় ক্রিকেটারদের নামের তালিকা জমা দেবে। যে ক্রিকেটারদের তারা কিনতে পারে, তাঁদের নামের তালিকা অ্যাক্সেলেরেটেড রাউন্ড শুরুর পর জমা দিতে হবে। দলগুলির দেওয়া নামের ভিত্তিতে চূড়ান্ত করা হবে ১৫৭৪ জন ইচ্ছুক ক্রিকেটারের মধ্যে কারা চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন। যে ক্রিকেটারদের নাম কোনও দলের তালিকাতেই থাকবে না, তাঁরা নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন না।
ক্রিকেটারদের আইপিএল খেলা নির্ভর করে দলগুলির উপর। কোনও দল আগ্রহ দেখালে তবেই নিলামে ওঠার সুযোগ থাকে। আবার নিলামের চূড়ান্ত তালিকায় নাম থাকলেও দল পাওয়া নিশ্চিত নয়। দলগুলির দেওয়া তালিকায় বেশ কিছু বিকল্প নাম থাকে। বিভিন্ন পজিশনের জন্য একাধিক ক্রিকেটারের নাম তালিকায় রাখেন দলগুলির কর্তৃপক্ষ। ফলে সকলের দল পাওয়ার সুযোগ হয় না। একটি দল সর্বোচ্চ ২৫ ক্রিকেটারকে নিতে পারে। এ বারের নিলামে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তাঁদের মধ্যে বিদেশি হতে পারেন সর্বোচ্চ ৭০ জন।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ