Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
IPL 2025 Retention

আইপিএল নিলামে সবচেয়ে বেশি টাকা খরচ করল কোন দল, নিলামে কাদের হাতে থাকবে সবচেয়ে কম টাকা

গত বার শেষ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স আবার রেখে দিয়েছে অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে। কিন্তু কোন দল কত টাকা খরচ করল রিটেনশনে? নিলামে কত কোটি টাকা নিয়ে নামবে কোন দল? রইল সব হিসাব।

IPL trophy

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২১:৫৭
Share: Save:

দল তৈরি করার কাজে নেমে পড়েছে আইপিএলের ১০ দল। কেউ ধরে রেখেছে ছ’জন ক্রিকেটারকে, কেউ আবার রেখেছে মাত্র দু’জনকে। গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে তাদের অধিনায়ক শ্রেয়স আয়ারকেই। গত বার শেষ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স আবার রেখে দিয়েছে অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে। কিন্তু কোন দল কত টাকা খরচ করল রিটেনশনে? নিলামে কত কোটি টাকা নিয়ে নামবে কোন দল? রইল সব হিসাব।

পঞ্জাব কিংস (হাতে রইল ১১০.৫ কোটি)

মাত্র দু’জন ক্রিকেটারকে ধরে রেখেছে পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি তারা। নিলামে তাই নতুন করে দল গড়তে চাইছেন প্রীতি জিন্টারা। শশাঙ্ক সিংহ এবং প্রভসিমরন সিংহকে রেখেছে পঞ্জাব। দু’জনেই আনক্যাপড (যাঁরা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি) ক্রিকেটার। শশাঙ্ককে দেওয়া হয়েছে ৫ কোটি ৫০ লক্ষ টাকা। প্রভসিমরনকে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। পঞ্জাবের খরচ হয়েছে ৯ কোটি ৫০ লক্ষ টাকা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (হাতে রইল ৮৩ কোটি টাকা)

তিন জন ক্রিকেটারকে ধরে রেখেছে বেঙ্গালুরু। বিরাট কোহলিকে ২১ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। সেই সঙ্গে রজত পাটীদারকে ১১ কোটি টাকা দিয়ে রেখেছে। আনক্যাপড যশ দয়ালকে রেখেছে ৫ কোটি টাকা। ক্রিকেটার ধরে রাখার জন্য বেঙ্গালুরু মোট ৩৭ কোটি টাকা খরচ করেছে।

দিল্লি ক্যাপিটালস (হাতে রইল ৭৩ কোটি টাকা)

চার জন ক্রিকেটারকে ধরে রেখেছে দিল্লি। গত বারের অধিনায়ক ঋষভ পন্থকে ছেড়ে দিয়েছে তারা। অক্ষর পটেলকে ১৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে রেখেছে তারা। স্পিনার কুলদীপ যাদবকে তারা রেখেছে ১৩ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে। ট্রিস্টান স্টাবসকে ১০ লক্ষ টাকা রাখল দিল্লি। সেই সঙ্গে রেখেছে বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলকে। তাঁকে ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে। চার জন ক্রিকেটারকে ধরে রাখতে ৪৭ কোটি টাকা খরচ হয়েছে দিল্লির।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

লখনউ সুপার জায়ান্টস (হাতে রইল ৬৯ কোটি টাকা)

শেষ পর্যন্ত লোকেশ রাহুলকে ছেড়েই দিল লখনউ। পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে তারা। নিকোলাস পুরানকে ২১ কোটি টাকা দিয়ে ধরে রাখল লখনউ। আগামী আইপিএলে তাঁকেই অধিনায়ক করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে রবি বিশ্নোইকে রাখছে তারা। খরচ হচ্ছে ১১ কোটি টাকা। মায়াঙ্ক যাদবকে ১১ কোটি টাকা দিয়ে রেখেছে লখনউ। মহসিন খানকে রেখেছে ৪ কোটি টাকা দিয়ে। আয়ুষ বাদোনিকেও ৪ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। পাঁচ জনকে ধরে রাখতে লখনউয়ের খরচ হয়েছে ৫১ কোটি টাকা।

গুজরাত টাইটান্স (হাতে রইল ৬৯ কোটি টাকা)

অধিনায়ক শুভমন গিলকে রেখে দিয়েছে গুজরাত। তাঁকে ১৬ কোটি ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তবে ১৮ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে রশিদ খানকে। সাই সুদর্শনকে ৮ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে রেখেছে তারা। রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে ৪ কোটি টাকা করে দিয়েছে গুজরাত। মোট ৫১ কোটি টাকা খরচ করেছে তারা।

চেন্নাই সুপার কিংস (হাতে রইল ৫৫ কোটি টাকা)

পাঁচ জনকে ধরে রেখেছে চেন্নাই। সেই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারকে আনক্যাপড হিসাবে রাখা যাবে বলে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই ধোনি এ বারে আনক্যাপড। ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে তাঁকে। সেই সঙ্গে রাখা হয়েছে রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), রবীন্দ্র জাডেজা (১৮ কোটি), মাথিসা পাথিরানা (১৩ কোটি) এবং শিবম দুবেকে (১২ কোটি) রেখে দিয়েছে তারা। মোট ৬৫ কোটি টাকা খরচ হয়েছে তাদের।

কলকাতা নাইট রাইডার্স (হাতে রইল ৫১ কোটি টাকা)

ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা। রিঙ্কু সিংহকে ১৩ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। আগে ৫৫ লক্ষ টাকা পেতেন তিনি। ১২ কোটি ৪৫ লক্ষ টাকা আয় বাড়ল তাঁর। এ ছাড়াও বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে রেখেছে কলকাতা। তিন জনকেই ১২ কোটি টাকা করে দেওয়া হয়েছে। হর্ষিত রানা এবং রমনদীপ সিংহকে রেখেছে তারা। দু’জনকেই ৪ কোটি টাকা করে দিয়েছে কেকেআর। মোট খরচ হয়েছে ৬৯ কোটি টাকা।

সানরাইজার্স হায়দরাবাদ (হাতে রইল ৪৫ কোটি টাকা)

পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে হায়দরাবাদ। এনরিক ক্লাসেনকে ২৩ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। প্যাট কামিন্সকে তারা দিয়েছে ১৮ কোটি টাকা। অভিষেক শর্মা পেয়েছেন ১৪ কোটি টাকা। ট্রেভিস হেড ১৪ কোটি টাকা পেয়েছেন তিনি। নীতীশ কুমার রেড্ডি পেয়েছেন ৬ কোটি টাকা। তাদের মোট খরচ ৭৫ কোটি টাকা।

মুম্বই ইন্ডিয়ান্স (হাতে রইল ৪৫ কোটি টাকা)

পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে তারা। গত বার আইপিএলে শেষ দল ছিল মুম্বই। তারা অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে রেখে দিয়েছে। ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা দিয়ে রাখা হয়েছে তাঁকে। সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। তিনি পাবেন ১৮ কোটি টাকা। সূর্যকুমার যাদবকে ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা দিয়ে রেখেছে মুম্বই। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে তারা রেখেছে ১৬ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে। তিলক বর্মাকে ৮ কোটি টাকা দিয়ে রেখেছে মুম্বই। মোট খরচ হয়েছে ৭৫ কোটি টাকা।

রাজস্থান রয়্যালস (হাতে রইল ৪১ কোটি টাকা)

ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে রাজস্থান। অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১৮ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। যশস্বী জয়সওয়ালও একই টাকা পাবেন। রিয়ান পরাগ ১৪ কোটি টাকা পাবেন। শিমরন হেটমায়ার পাবেন ১১ কোটি টাকা। সন্দীপ শর্মা পাবেন ৪ কোটি টাকা। মোট খরচ করেছে ৭৯ কোটি টাকা।

অন্য বিষয়গুলি:

IPL 2025 Retention IPL 2025 KKR Rajasthan Royals CSK RCB Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy