করাচির পর পর হারে শোয়েবের সঙ্গে আক্রমের বাদানুবাদ। ফাইল ছবি।
মেজাজ হারালেন ওয়াসিম আক্রম। পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচের মাঝে তপ্ত বাদানুবাদে জড়ালেন শোয়েব মালিকের সঙ্গে। প্রতিযোগিতায় করাচি কিংস একের পর এক ম্যাচ হারায় শোয়েবকে ভর্ৎসনা করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
এ বারের পাকিস্তান সুপার লিগে এক দমই ভাল ছন্দে নেই করাচি ফ্র্যাঞ্চাইজ়ি। আটটি ম্যাচ খেলে ছ’টিতেই হেরে গিয়েছেন শোয়েবরা। গত শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে ২০১ রান তুলেও ৬ উইকেটে হেরে গিয়েছেন তাঁরা। পর পর হারে ক্ষুব্ধ দলের প্রেসিডেন্ট এবং মেন্টর আক্রম। ২০২০ সালের চ্যাম্পিয়নরা গত বছর শেষ করেছিল পয়েন্ট তালিকায় সবার নীচে। এ বারের পারফরম্যান্সেও হতাশ করাচির সমর্থকরা।
ইসলামাবাদের বিরুদ্ধে ২০১ রান করেও দল হেরে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ৫৬ বছরের প্রাক্তন অলরাউন্ডার। ম্যাচ শেষ হওয়ার পর ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সে সময়ই তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন পাকিস্তানের আর এক প্রাক্তন অধিনায়ক শোয়েবের সঙ্গে। কারণ, অভিজ্ঞ অলরাউন্ডার এ বারের প্রতিযোগিতায় চেনা ছন্দে নেই।
Wasim Akram and Shoaib Malik in an intense discussion after the match 🧐
— Cricket Pakistan (@cricketpakcompk) March 3, 2023
What could they be discussing? 🤔#IUvKKpic.twitter.com/HHumHfhUnt
গত ২২ ফেব্রুয়ারি মুলতান সুলতানসের বিরুদ্ধে ১৯৭ রান তাড়া করে ম্যাচ জিততে পারেনি করাচি। সে দিনও ম্যাচের পর প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন আক্রম। দলের সাজঘরে চেয়ারে লাথি মারতে দেখা গিয়েছিল তাঁকে। দলের ক্রিকেটারদের হতশ্রী পারফরম্যান্সে ক্ষুব্ধ আক্রম মাঝে মাঝেই মেজাজ হারাচ্ছেন। শুক্রবার শোয়েবের সঙ্গে তাঁর বাদানুবাদের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও। ক্রিকেটপ্রেমীরা আক্রমের দোষ দেখছেন না। তাঁরাও শোয়েবদের হতশ্রী পারফরম্যান্সকে দুষছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy